বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৯:০৫ অপরাহ্ন

পালমিরায় আইএসের বিরুদ্ধে সিরীয় বাহিনীর বিমান হামলা ১২ জঙ্গিসহ নিহত ২৬, ইদলিবে হামলায় নিহত ১৭পালমিরায় আইএসের বিরুদ্ধে সিরীয় বাহিনীর বিমান হামলা ১২ জঙ্গিসহ নিহত ২৬, ইদলিবে হামলায় নিহত ১৭

পালমিরায় আইএসের বিরুদ্ধে সিরীয় বাহিনীর বিমান হামলা ১২ জঙ্গিসহ নিহত ২৬, ইদলিবে হামলায় নিহত ১৭পালমিরায় আইএসের বিরুদ্ধে সিরীয় বাহিনীর বিমান হামলা ১২ জঙ্গিসহ নিহত ২৬, ইদলিবে হামলায় নিহত ১৭

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স :
1442674368সিরিয়ার ঐতিহ্যবাহী শহর পালমিরায় গত শুক্রবার থেকে ব্যাপক বোমাবর্ষণ শুরু করেছে দেশটির সরকারি বাহিনী। এতে ১২ জঙ্গিসহ কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। এছাড়া একইদিন ইদলিবে বিমান হামলায় প্রাণহানি হয়েছে আরো ১৭ জনের। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, পালমিরায় গত দু’দিনে প্রায় ২৫ দফা বিমান হামলা চালানো হয়। এসব হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ২৬ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১২ জঙ্গি রয়েছেন। প্রসঙ্গত, গত মে মাসে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যর তালিকাভুক্ত পালমিরা শহরটি দখল করে নেয় আইএস। এরই মধ্যে তারা ঐতিহ্যবাহী নগরীর বেশ কয়েকটি প্রাচীন স্থাপনা ধ্বংস করেছে।
একইদিন ইদলিবে বিমান হামলায় ১৭ জন নিহত হয়েছে। এর আগে আইএসের আরেকটি শক্ত ঘাঁটি রাক্কায় বিমান হামলা চালায় সিরীয় বাহিনী। এদিকে সিরীয় সামরিক বাহিনীর সূত্রে রয়টার্স জানিয়েছে, নির্ভুলভাবে হামলা পরিচালনা করতে মিত্রদেশ রাশিয়ার সরবরাহ করা অস্ত্র ব্যবহার করছে সিরিয়া। এরই মধ্যে সিরিয়ায় সামরিক পদক্ষেপের বিষয় নিয়ে অনেকদিন পর সরাসরি আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। দেশ দুটির প্রতিরক্ষামন্ত্রীরা শুক্রবার এ বিষয়ে ফোনালাপ করেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM