শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১১ পূর্বাহ্ন
ফাইল ছবি কাজল ও শাহরুখ খান।
বলিউডের শতাব্দীর ইতিহাসে শ্রেষ্ঠ জুটি হিসেবে বিবেচিত হন শাহরুখ-কাজল। বলিউড বাদশা শাহরুখ খান ও ন্যাচারাল অভিনেত্রী কাজল এখন পর্যন্ত ঐতিহাসিক অনস্ক্রিন শেয়ার করেছেন। ৩০ বছর আগে মুক্তিপ্রাপ্ত তাদের প্রথম চলচ্চিত্র ‘বাজিগর’ থেকে সাম্প্রতিক সময়ের ‘দিলওয়ালে’ পর্যন্ত, তিন দশকে দুজনে সাতটি চলচ্চিত্রে অভিনয় করেছেন, যেগুলোর বেশিরভাগই বলিউডের কালজয়ী চলচ্চিত্র হিসেবে জায়গা করে নিয়েছে। পর্দার বাইরেও একে অপরের ভালো বন্ধু তারা।
তবে সময়ের সঙ্গে সঙ্গে কি দুজনের বন্ধুত্বে ফাটল ধরেছে? সাম্প্রতিক সময়ে কাজলের একটি প্রশ্নে এমন চিন্তাই ঘুরপাক খাচ্ছে উভয়ের ভক্ত মহলে।
কাজলের একটি নতুন সাক্ষাকারের ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে। যেখানে কাজলকে বলতে শোনা যায়, ‘শাহরুখ খানের পাঠান কত আয় করেছে?’ ফলে শাহরুখের ভক্তরা তার সাথে কাজলের বন্ধুত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। শাহরুখ খানের সিনেমার আয় কাজল জানেন না, এটা কিভাবে হয়?
লাইভ হিন্দুস্তানকে দেওয়া একটি সাক্ষাৎকারে, কাজলের আসন্ন ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’ নিয়ে কথোপকথনের একপর্যায়ে সঞ্চালক কাজলকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি তার দীর্ঘদিনের সহযোগী শাহরুখ খানকে সামনে পেলে কী জিজ্ঞাসা করবেন? জবাবে কাজল জানান, তিনি শাহরুখকে জিজ্ঞাসা করবেন, “পাঠান আসলে বক্স অফিসে কত উপার্জন করেছিল?”
এদিকে কাজলের মুখে এমন প্রশ্ন শুনে অনেকেই কাজল-শাহরুখের বন্ধুত্ব নিয়ে প্রশ্ন তুলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ঘনিষ্ঠ বন্ধু শাহরুখের ব্লকবাস্টার ফিল্মের আয় সম্পর্কে কাজলের মনে প্রশ্ন থাকাটা দুজনের দুরত্ব প্রমাণ করে- এমনটাই হিসাব মেলাচ্ছেন অনেকে। আবার কেউ কেউ কাজলের প্রশ্নে সমর্থন জানিয়ে ব্যাখ্যা করছেন যে এমন একটি চলচ্চিত্রের নির্মাণ বাজেট ও বক্স অফিসের সঠিক আয় জানাটা কাজলের জন্য ধোঁয়াশাও হতে পারে। কেউ কেউ বলছেন, প্রশ্নটা শাহরুখ খানকে নয়, বরং আদিত্য চোপড়াকে করা উচিত। কারণ তার কোম্পানি যশ রাজ ফিল্মস টেন্টপোল স্পাই থ্রিলার তৈরি করেছে।
সর্বশেষ প্রতিবেদন অনুসারে, পাঠান ভারতে প্রায় ৬৬৫ কোটি রুপি টাকা উপার্জন করেছেন। বিশ্বব্যাপী আয় করেছে এক হাজার কোটির উপরে। দীর্ঘ চার বছরের অধিক সময় পর ‘পাঠান’ দিয়ে বলিউডে প্রত্যাবর্তন করেন কিং খান। সামনে আসছে তার বহুল প্রত্যাশিত চলচ্চিত্র ‘জওয়ান’।
সূত্র : হিন্দুস্তান টাইমস, কালেরকণ্ঠ
মন্তব্য করুন