বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১০ অপরাহ্ন

চকরিয়ায় বিবস্ত্র করে নারী নির্যাতনের ঘটনায় আটক-৩

চকরিয়ায় বিবস্ত্র করে নারী নির্যাতনের ঘটনায় আটক-৩

অনলাইন বিজ্ঞাপন

 

 

সাইফুল ইসলাম।।

কক্সবাজারের চকরিয়ায় নারীকে বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার ঘটনায় প্রধান অভিযুক্তসহ আবুল হোসেনসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫ এর একটি টিম। ১৫ জুলাই রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চকরিয়া কাকরা ইউনিয়নের মৃত ছৈয়দ হোছন প্রকাশ বুদু ড্রাইভারের ছেলে আবুল হোছন (৫০) ও মোঃ আরিফ প্রকাশ পুতিয়া (৪০) এবংআবু তাহেরের ছেলে ডলি আক্তার (৩০)।।

র‍্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গেল ১১ জুলাই সকালে উপজেলার কাকারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইসলাম নগর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবুল হোছন, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ আরিফ প্রকাশ পুতিয়া, ডলি আক্তারসহ বেশ কয়েকজন মিলে প্রতিবেশী জনৈক ইসমত আরা বেগম (৩৮)কে বিবস্ত্র করে নৃশংস মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। নির্যাতনকারীদের দা, কিরিচের কুপে ইসমত আরার শরীরের বিভিন্ন অংশের মাংস কেটে যায়। হামলাকারীরা তাকে মৃত ভেবে মহাসড়কে নিয়ে ফেলে চলে যায়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে তা মুহুর্তে ভাইরাল হয়ে যায়।এ ঘটনায় আহতের বোন জিন্নাত আরা বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে আরো ৫/৬ জনকে অজ্ঞাত আসামী করে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৩৯।

এরপর থেকে অপরাধীদের ধরতে অভিযান পরিচালনা করে র‌্যাব-১৫। মামলা দায়েরের ২৪ ঘন্টা না পেরোতেই ১৫ জুলাই রাত সাড়ে এগারোটার দিকে র‌্যাব-১৫এর একটি চৌকস দল ঘটনার প্রধান অভিযুক্ত আবুল হোছনসহ এজাহারভূক্ত তিন জনকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা ঘটনার সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে। পরে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM