শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৯ পূর্বাহ্ন
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআই আয়োজিত স্মার্ট বাংলাদেশ ব্যবসায়ী সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা
শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে চান ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি বলেন, আপনি (প্রধানমন্ত্রী) যেভাবে দেশকে এগিয়ে নিয়ে আসছেন, আমাদের যে অবস্থান সৃষ্টি হয়েছে, সেটিকে ধরে রাখার জন্য আপনাকে প্রয়োজন। ব্যবসায়ীদের বিদ্যমান সমস্যাগুলো আপনার মাধ্যমে সমাধান করতে চাই। এজন্য সব ব্যবসায়ী ঐক্যবদ্ধ হয়েছেন। তারা সবাই আগামীতে আপনার নেতৃত্বে বিদ্যমান সমস্যাগুলো সমাধান করতে চায়।
গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআই আয়োজিত স্মার্ট বাংলাদেশ ব্যবসায়ী সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির সভাপতি মো. জসিম উদ্দীন। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং প্রধানমন্ত্রীর বেসরকারি খাত ও বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও ব্যবসায়ী নেতা। এ ছাড়া দেশের বড় বড় করপোরেট প্রতিষ্ঠানের প্রধান এবং সারা দেশের ব্যবসায়ী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, আমরা মনে করি আপনাকে (শেখ হাসিনা) আমাদের প্রয়োজন। আপনাকে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে হবে। আমাদের জন্য, ব্যবসায়ীদের জন্য প্রধানমন্ত্রী থাকতে হবে।
এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বলেন, দেশীয় শিল্পের বিকাশ, বাণিজ্য সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ অবকাঠামো উন্নয়নে প্রধানমন্ত্রী মেগা প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছেন। ফলে পরিবর্তনশীল বিশ্ব অর্থনীতির সঙ্গে আধুনিকতার উৎকর্ষে বদলে যাবে বাংলাদেশ। আমি মনে করি, সরকার ও বেসরকারি খাতের সমন্বিত প্রচেষ্টায় একটি স্মার্ট বাংলাদেশ গড়তে সক্ষম হবো। ভবিষ্যৎ প্রজন্মকে দিতে পারব সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ। বিশ্ব র্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান করব আরও উন্নত। সেজন্য শেখ হাসিনার সরকার, বারবার দরকার। এ সময় ব্যবসায়ীরা বাংলাদেশের ট্রিলিয়ন (এক লাখ কোটি) ডলারের অর্থনীতির পথে সম্ভাবনা ও সমস্যার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে তুলে ধরেন।
এর আগে সম্মেলনের বিষয়ে এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেছিলেন, এফবিসিসিআইর ৫০ বছরপূর্তি উপলক্ষে গত মার্চে আমরা তিন দিনব্যাপী বাংলাদেশ ব্যবসা সম্মেলন আয়োজন করি। ওই সম্মেলনে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে ১৬টি অধিবেশনে বিভিন্ন ধরনের সমস্যা ও সম্ভাবনার কথা উঠে আসে। সেগুলো একত্র করে একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ প্রতিবেদনটি ব্যবসায়ী সম্মেলনে প্রধানমন্ত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। এ ছাড়া এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সক্ষমতা বাড়াতে হবে। আর বর্তমান প্রতিযোগিতায় টিকে থাকতে এবং উৎপাদন বাড়াতে গ্যাস-বিদ্যুতের নিরবচ্ছিন্ন করার সুবিধার বিষয়টিও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।
সূত্র-কালবেলা।
মন্তব্য করুন