বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১২ অপরাহ্ন

দেশের রিজার্ভ ২৩.৫৭ বিলিয়ন ডলার

দেশের রিজার্ভ ২৩.৫৭ বিলিয়ন ডলার

Money-taka

অনলাইন বিজ্ঞাপন

প্রতীকী ছবি

 

 

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পদ্ধতি মেনে রিজার্ভের নতুন হিসাব প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন হিসাবে রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় ২৩.৫৭ বিলিয়ন ডলার বা দুই হাজার ৩৫৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার ডলার।

বৃহস্পতিবার (১৩ জুলাই) কেন্দ্রীয় ব্যাংক এ হিসাব প্রকাশ করেছে। একই সঙ্গে নিজেদের হিসাবও দেখিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, রিজার্ভ দাঁড়ায় ২৯.৯৭ বিলিয়ন ডলার বা দুই হাজার ৯৯৭ কোটি ৩৪ লাখ ডলার। বাংলাদেশকে দেওয়া আইএমএফের ৪.৭ বিলিয়ন ডলার ঋণের অন্যতম শর্ত ছিল, বিপিএম-৬ ফর্মুলায় দেশের রিজার্ভ গণনা। এটি চলতি বছরের জুন মাসের মধ্যেই প্রকাশের কথা ছিল। সেই শর্তের আলোকে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ হিসাব প্রকাশ করল।

এর আগে গত জুন মাসে আইএমএফের বিপিএম-৬ ফর্মুলা অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ ছিল ২৪.৭৫ বিলিয়ন ডলার। একই সময়ে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩১.২ বিলিয়ন ডলার।

আইএমএফের হিসাব অনুযায়ী দেশের যে রিজার্ভ (২৩.৫৭ বিলিয়ন ডলার) আছে তা দিয়ে চার মাসের আমদানি ব্যয় মেটানো যাবে।

সূত্র-কালেরকণ্ঠ


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM