বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন

ম্যারাডোনাকে ছোঁয়ার অপেক্ষায় হিগুয়েন

ম্যারাডোনাকে ছোঁয়ার অপেক্ষায় হিগুয়েন

অনলাইন বিজ্ঞাপন

স্পোর্টস ডেস্ক  ফুটবল ক্যারিয়ারে অনেক কীর্তিই গড়েছেন আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। এর একটি ছিল ইতালিয়ান ক্লাব নেপোলির হয়ে ঘরের মাঠে (সান পাওলো) টানা ৮ ম্যাচে গোল করার রেকর্ড। এতদিন ম্যারাডোনার এই রেকর্ডে ভাগ বসানোর মঞ্চ তৈরি করতে পারনেনি নেপোলির আর কোনো ফুটবলার। তবে এবার আর্জেন্টিনার আরেক তারকা গঞ্জালো হিগুয়েন তৈরি করেছেন সেই সম্ভাবনাই।

ম্যারাডোনা নেপোলির হয়ে রেকর্ডটি গড়েছিলেন ১৯৮৭-৮৮ মৌসুমে। এরপর ২৭ বছর পার হলেও আর্জেন্টিনার ফুটবল ঈশ্বরের সেই রেকর্ডে ধারে-কাছে যাওয়ার দুঃসাহস কিংবা প্রতিভা কোনোটাই দেখাতে পারেননি নেপোলির হয়ে খেলা ইতালিয়ান ও বিদেশী ফুটবলাররা। কিন্তু চলতি মৌসুমে দারুণ ফর্মে থাকা হিগুয়েন ক্লাবটির নিজ মাঠে টানা ৭ ম্যাচে গোল করে জাগিয়েছেন ম্যারাডোনাকে স্পর্শ করার সম্ভাবনা।

আগামী সোমবার ইন্টার মিলানের বিপক্ষে সিরি-আ লিগের খেলায় হিগুয়েনের সেই রেকর্ডের ভাগিদার হওয়ার সুযোগ থাকছে।

ইতালির এই সর্বোচ্চ ফুটবল লিগে এবার ঘরের মাঠ সান পাওলোতে হিগুয়েন ল্যাজিওর বিপক্ষে দু’টি ম্যাচসহ সাম্পদোরিয়া, জুভেন্টাস, ফিওরেন্টিনা, পালের্মো ও উদিনেজের বিপক্ষে টানা গোলের দেখা পেয়েছেন। ১৩ ম্যাচে ১০ গোল করে লিগে সর্বোচ্চ গোল স্কোরারের আসনটিও দখলে রেখেছেন তিনি।

তবে হিগুয়েনের ব্যক্তিগত অর্জনের মতো ম্যাচটি নেপোলির জন্যও গুরুত্বপূর্ণ। এ ম্যাচে ইন্টার মিলানকে হারিয়ে ২ পয়েন্ট পেলেই মাউরিজিও সারির দল লিগ টেবিলের শীর্ষে থাকা ফিওরেন্টিনার সমান হতে পারবে।

ম্যাচের আগে নেপোলি কোচও বলেছেন, ‘আমাদের প্রত্যাশা ম্যাচটি ভাল করার। আমাদের অগ্রগতি কিছুটা ধীর হলেও গত ২ মাস অসাধারণ কেটেছে। তবে ১০ মাস এটি ধরে রাখাই গুরুত্বপূর্ণ।’

গোল ব্যবধানে প্রতিযোগিতায় ফিওরেন্টিনা থেকে এক গোল পিছিয়ে আছে নেপোলি। তবে সেটি দলটির জন্য দুঃশ্চিন্তার কারণ হয়ে ওঠবে না। কারণ ইতোমধ্যে নেপোলির দুই ফরোয়ার্ড লরেন্স ইনসাইন এবং হিগুয়েইন মিলে প্রতিপক্ষের জালে ১৭ বার বল জড়িয়েছেন, যেখানে ইন্টার মিলান দল হিসেবে করেছে মাত্র ১৬ গোল।

দ্য রিপোর্ট


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM