মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:৪০ অপরাহ্ন

প্রভার ‘২০ টাকা রিচার্জ’

প্রভার ‘২০ টাকা রিচার্জ’

অনলাইন বিজ্ঞাপন

বিনোদন ডেক্স
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এবার অভিনয় করছেন দত্তক মেয়ের চরিত্রে। রাইসুল রনী পরিচালিত ‘২০ টাকা রিচার্জ’ শিরোনামের টেলিফিল্মের গল্পে এমন চরিত্রে দেখা যাবে প্রভাকে। আইন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী প্রভা। রাত-দিন যখনই সময় পান তখনই ফোনে কথা বলেন। এভাবে রাতের পর রাত ফোনে কথা বলেই কাটিয়ে দিচ্ছেন এ অভিনেত্রী। কিছুদিন আগে তার বাবা মারা গেছেন। এরপর থেকে প্রভার মা কারণে অকারণে তার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছে। দীর্ঘদিন পর প্রভা তার মায়ের কাছে জানতে পারেন তার বাবা তাকে দত্তক এনেছিল। এ কথা জানার পর মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলে মেয়েটি। এমন গল্প নিয়েই নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রাইসুল রনী। টেলিফিল্মটিতে প্রভা ছাড়াও অভিনয় করেছেন- রাজীব সালেহীন, বড়দা মিঠু, মুনিরা মিঠু, পলি, মাটি, কবিতা, আফতাব, আদনান, সোহেল, নীল রতন তালুকদার, মনির। মনসুর আহম্মেদ মাসুম প্রযোজিত এ টেলিফিল্মের সংলাপ লিখেছেন অনীতা বিশ্বাস ইমতিয়াজ। ক্যামেরায় ছিলেন জয়। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে নাটকটি।
দ্য রিপোর্ট


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM