শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৩ পূর্বাহ্ন

পেকুয়া প্রেসক্লাব সভাপতি ছফওয়ানের বাবার মৃত্যুতে সালাহউদ্দিন আহমদের শোক

পেকুয়া প্রেসক্লাব সভাপতি ছফওয়ানের বাবার মৃত্যুতে সালাহউদ্দিন আহমদের শোক

অনলাইন বিজ্ঞাপন

ফাইল ছবি।

 

 

নিজস্ব প্রতিবেদক।।

পেকুয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক নয়াদিগন্তের পেকুয়া উপজেলা সংবাদদাতা ছফওয়ানুল করিমের বাবা, শিক্ষাবিদ মাষ্টার মুবিনুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে অবস্থানরত সালাহউদ্দিন আহমদ এক বিবৃতিতে বলেন, মরহুম মাষ্টার মুবিনুল হক সারাজীবন এতদাঞ্চলের শিক্ষা বিস্তারে কাজ করে গেছেন। তাঁর হাত ধরে এই অঞ্চলের অগণিত শিক্ষার্থী শিক্ষার আলো পেয়েছেন।

তিনি বলেন, মাষ্টার মুবিনুল হকের মৃত্যু এই অঞ্চলের জন্য অপূরণীয় ক্ষতি, যা সহজেই পূরণ হবার নয়।

তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও তাঁকে বেহেস্তের সর্বোচ্চ স্থানে অধিষ্টিত করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন। তিনি মরহুমের পরিবারবর্গকে শোক সইবার শক্তি দেয়ার জন্য মহান রবের দরবারের প্রার্থনা করেন।

প্রসঙ্গত, মাষ্টার মুবিনুল হক আজ রোববার (৯ জুলাই) ভোররাত ৩টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ব্যক্তি জীবনে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

আজ রোববার বিকেল সাড়ে ৫টায় পেকুয়ার মৌলভী বাড়ির পারিবারিক কবরস্থান মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM