শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৫ পূর্বাহ্ন

টেকনাফে অপহৃত তিন শিশু উদ্ধার, নিখোঁজ ৬; আটক-৯

টেকনাফে অপহৃত তিন শিশু উদ্ধার, নিখোঁজ ৬; আটক-৯

অনলাইন বিজ্ঞাপন

ছবি-আটক ৯ অপহরণকারী।

 

 

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অপহৃত ৩শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণ ও মানব পাচারকারী চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৭জুলাই) ৮ এপিবিএন এর সদস্যরা অপহৃত শিশুদের উদ্ধার করে।

উদ্ধার হওয়া শিশুরা হলেন, সৈয়দ নুর (১২), মো: হাসান ও আনিসুর রহমানকে উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, নুরুল আমিন (৩২), মো: ফয়সাল (১৮), শফিকুল (১৮), সাইফুল ইসলাম (২২), মিজানুর রহমান (১৮), আব্দুর রহমান (১৭), মোহাম্মদ পারভেজ (১৪), মো: মোবারক (১৭) এবং মো: আমিন (১৭)কে আটক করা হয়।

৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ বলেন, উখিয়া-টেকনাফের বিভিন্ন এলাকায় গাছ থেকে সুপারি সরবরাহ করা এবং বিভিন্ন কাজের প্রলোভন দেখিয়ে রোহিঙ্গা ক্যাম্প এবং স্থানীয় শিশু কিশোরদের অপহরণ করছে অপহরণকারী চক্র। গেল ৫দিনে ৯জন রোহিঙ্গা ও স্থানীয় কিশোরকে অপহরণ করে চক্রটি। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে অভিযান চালিয়ে ৩ শিশুকে উদ্ধার করা হয়।

তিনি বলেন, মানবপাচারকারী চক্রটি টেকনাফ দক্ষিণ লম্বরি এলাকায় অপহৃতদের সুপারি বাগানের ভিতরে নির্জন স্থানে কৌশলে আটক রাখে। পরে সুযোগ বুঝে নৌকাযোগে মায়ানমার এর শামিলা এলাকায় আটক রেখে অভিভাবকদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে। অনেক সময় হত্যাকাণ্ডের ঘটনাও ঘটিয়ে থাকে।

সূত্রে জানা যায়, গত ২জুলাই সকাল ১১টার দিকে একটি অপরাধী চক্র টেকনাফে গাছ থেকে সুপারি পাড়া (সংগ্রহ) ও গাড়িতে তোলা কাজের কথা বলে ক্যাম্প-১৩ এর মোহাম্মদ হাসান (১৪), আনিসুর রহমান (১৩) ও নুর আলম (১৫)কে অপহরণ করে। এরআগে ৬ জুলাই দুপুরে একই কায়দায় ক্যাম্প-১৩ ও আশপাশের এলাকা থেকে সৈয়দ নূর (১২), সৈয়দুল মোস্তফা (১১), ওসমান (১৩), রিমন(১৫), কামাল মোস্তফা (১৪) এবং হারেছ (১২) জনকে অপহরণ করে চক্রটি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM