শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৮ পূর্বাহ্ন

নাফ নদীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

নাফ নদীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

অনলাইন বিজ্ঞাপন

ফাইল ছবি।

 

 

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আমান উল্লাহ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুলাই) সকাল ৭টা হোয়াইক্যং তুলাতলি নাফ পয়েন্ট এ ঘটনা ঘটে।

 

নিহত আমান উল্লাহ হোয়াইক্যং উলুবনিয়া এলাকার বাসিন্দা ঠান্ডা মিয়ার ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করে নিহতের ভাই শফিকুল ইসলাম বলেন, ‘আমান উল্লাহসহ কয়েক জন মিলে নাফ নদীতে মাছ ধরতে যান। সেখানে আমান নিখোঁজ হয় পরে নাফ নদী পাড়ে মরদেহ ভেসে আসার খবর পেয়ে স্থানীয়দের সহযোগীতায় মরদেহটি উদ্ধার করা হয়।

 

টেকনাফ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, নৌ-পুলিশের একটি টিম লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM