বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৯ অপরাহ্ন

প্রকাশিত সংবাদ সম্পর্কে ‘হোটেল মেরিন ইকো রিসোর্টের’ মালিক আব্দু ছবুরের বিবৃতি

প্রকাশিত সংবাদ সম্পর্কে ‘হোটেল মেরিন ইকো রিসোর্টের’ মালিক আব্দু ছবুরের বিবৃতি

অনলাইন বিজ্ঞাপন

 

বৃহস্পতিবার (৫ জুন) দৈনিক কক্সবাজারসহ স্থানীয় বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত “ঢাকায় ইয়াবাসহ কক্সবাজারের মেরিন ইকো রিসোর্টের মালিক আটক” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদে হোটেল মেরিন ইকো রিসোর্টের মালিকানা নিয়ে যে তথ্য উপস্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত।

মূলত হোটেল ব্যবসায় আমার অর্জিত সুনাম নষ্ট করতে আমার পারিবারিক প্রতিপক্ষরা সাংবাদিকদের মিথ্যা তথ্য সরবরাহ করেছে।

মাদক ব্যবসা একটি ঘৃণ্যতম অপরাধ। এ কাজে যেই জড়িত থাকুক তিনি সমাজ ও দেশের শত্রু। সামাজিকভাবে তাদের বয়কট করা দরকার। ঢাকায় ইয়াবাসহ আটক অনেকের সাথে জাফর সাদেককে হোটেল মেরিন ইকো রিসোর্টের মালিক বলে উল্লেখ করে সংবাদ প্রকাশ করা হয়। যা কাল্পনিক, হাস্যকর ও চরম মিথ্যাচার। এ হোটেলের মালিকানা এবং ভূমি মালিক আমি আব্দু ছবুর। এখানে অন্য কারো মালিকানা নেই। জাফর সাদেক অন্য দশজন কর্মচারীর মতো একজন বেতনভুক্ত কর্মকর্তা। পরিবারের সদস্য হিসেবে হোটেল পরিচালনার দায়িত্বটা পালন করতো সে। তাই বলে মালিকানা বলে প্রচার করাটা কতটুকু আইনসিদ্ধ তা আইন সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা বলতে পারবেন। মূলত আমাদের পারিবারিক প্রতিপক্ষরা সামাজিকভাবে আমাকে হেয় করতে এবং ব্যবসার সুনাম নষ্ট করতে এ ধরনের মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিক ভাইদের বিভ্রান্ত করছে। আমি আমার মালিকানাধীন হোটেলের মালিকানা নিয়ে জঘন্য মিথ্যাচারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে প্রকৃত তথ্য অনুসন্ধান করে সংবাদ পরিবেশনের অনুরোধ জানাচ্ছি।

 

বিবৃতিদাতা
আব্দু ছবুর
স্বাত্ত্বাধীকারী
হোটেল মেরিন ইকো রিসোর্ট।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM