সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টিপ্রতিবন্ধী চিত্রশিল্পী অপর্ণা

দৃষ্টিপ্রতিবন্ধী চিত্রশিল্পী অপর্ণা

অনলাইন বিজ্ঞাপন

বিনোদন ডেক্স 
রং, তুলি, ইজেল, ক্যানভাস এগুলো নিয়ে কারবার চিত্রশিল্পীর! কোনো অভিনেতা কিংবা অভিনেত্রীর নয়। তবুও সামনে ক্যানভাস, হাতে রং তুলি নিয়ে রংমাখা এক ঘরে ছবি আঁকতে বসেছেন জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ। সম্প্রতি মাহমুদ দিদার রচিত ও পরিচালিত একটি নাটকে চিত্রশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন অপর্ণা। নাটকের নাম ‘সিক্সথ সেন্স’। অপর্ণাকে এই নাটকে একজন দৃষ্টিপ্রতিবন্ধী চিত্রশিল্পীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। যে কিনা ছবি এঁকে ‘মনের ক্যানভাস’ মেলে ধরে। একজন
oporna--thereport24দৃষ্টিপ্রতিবন্ধী শিল্পীর মন কতটা প্রখর হয় তা এই নাটক দিয়ে বোঝাতে চেয়েছেন নির্মাতা। নাটকটি প্রসঙ্গে মাহমুদ দিদার দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যেই আমার প্রথম চলচ্চিত্র বিউটি সার্কাসের শুটিং শুরু করব। এই নাটকটি চলচ্চিত্রটি নির্মাণের একটা প্রস্তুতির অংশ বলা যেতে পারে। কারণ নাটকটিতে অনেক রঙের কাজ আছে। বিউটি সার্কাসেও থাকবে রঙের খেলা।’ অপর্ণা ঘোষ বলেন, ‘মাহমুদ দিদারের সঙ্গে এটা আমার প্রথম কাজ। প্রথম চিত্রশিল্পীর চরিত্রে অভিনয় করলাম। সেটা আবার দৃষ্টিপ্রতিবন্ধীর চরিত্র। সবমিলিয়ে এই নাটকে অভিনয় করতে গিয়ে অনেক নতুন অভিজ্ঞতা হয়েছে। পরিশ্রমও হয়েছে।’সিক্সথ সেন্সে আরও অভিনয় করেছেন শ্যামল মাওলা। শিগগিরই কোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে নাটকটি।

দ্য রিপোর্ট


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM