বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩১ অপরাহ্ন

ইয়াবাসহ ঢাকায় আটক কক্সবাজারের রাজু

ইয়াবাসহ ঢাকায় আটক কক্সবাজারের রাজু

অনলাইন বিজ্ঞাপন

ছবি-সংগ্রহীত।

 

রাজধানীতে ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন কক্সবাজারের মেরিন ইকো রিসোর্টের মালিক। তার সঙ্গে আরও চার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আট হাজার ৮১২ পিস ইয়াবা।

গ্রেফতাররা হলেন রিসোর্ট মালিক ও চক্রের মূলহোতা কাজী জাফর সাদেক ওরফে রাজু (৩৮), আরাফাত আবেদীন (৩৮), তাহরিম ইসলাম রবিন (৪৩), আহম্মেদ সাবাব (২৬) ও সাদি রহমান (২৬)।

গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার ভোর থেকে বুধবার পর্যন্ত এ অভিযান চলে।

ডিএনসি দক্ষিণের উপ-পরিচালক মো. মাসুদ হোসেন বলেন, মঙ্গলবার ১১২ পিস ইয়াবাসহ বনানী থেকে গ্রেফতার হন আহম্মেদ সাবাব ও সাদি রহমান। আর তাহরিম ইসলাম রবিনকে গুলশান থেকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে কক্সবাজারভিত্তিক একটি মাদক সিন্ডিকেটের তথ্য পাওয়া যায়।

এরপর ক্যান্টনমেন্ট এলাকায় অভিযান চালিয়ে আরাফাত আবেদীন নামের এক ব্যক্তিকে দুই হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রামপুরা থেকে গ্রেফতার করা হয় রিসোর্ট মালিক কাজী জাফর সাদেককে। তার কাছে পাওয়া যায় ৬ হাজার পিস ইয়াবা।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা আরও বলেন, গ্রেফতার কাজী জাফর ছাদেক রাজু একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে কক্সবাজার থানায় দুটি মামলা রয়েছে। তিনি কক্সবাজারের কলাতলীতে মেরিন ইকো রিসোর্টের মালিক বলে জানা গেছে।

রাজুকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিএনসির এই কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরে তিনি নিজে এবং তার সহযোগীদের মাধ্যমে কক্সবাজার থেকে প্লেনে ইয়াবা ঢাকায় এনে তার এজেন্টদের মধ্যে সরবরাহ করতেন। গ্রেফতারদের বিরুদ্ধে বনানী, গুলশান, ঢাকা ক্যান্টনমেন্ট ও রামপুরা থানায় পৃথক মামলা হয়েছে।

সূত্র-জাগোনিউজ


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM