বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৬:০৯ পূর্বাহ্ন
রশীদ খানের বলে বোল্ড হয়ে ফেরত যাচ্ছেন মুশফিক । ছবি : সংগৃহীত
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার প্রথম ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ৩৪.৩ ওভারে বাংলাদেশের স্কোর সাত উইকিটে ১৪৪ রান। এরপর আবারও শুরু হয় বৃষ্টি। ফলে আপাতত বন্ধ রয়েছে খেলা।
৭২ রানে ৩ উইকেট হারানো টাইগারদের পথ দেখাচ্ছিলেন সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়। কিন্তু দ্রুত রান তোলার জন্য চাপে ছিলেন সাকিব। আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে অফসাইডে শট খেলতে গিয়ে মোহাম্মদ নবির তালুবন্দি হয়েছেন এই তারকা অলরাউন্ডার। ফলে তার সঙ্গে হৃদয়ের জুটি ৩৫ রানেই থামে। সাকিব ৩৪ বলে ১৪ রান করেছেন।
এরপর ক্রিজে নামা মুশফিকুর রহিমও ছিলেন নিষ্প্রভ। রশিদ খানের গুগলিতে তিনি ৩ বলে ১ রান করেই বোল্ড হয়ে ফিরেছেন। দীর্ঘদিন স্কোয়াডের বাইরে থাকা আফিফ এই সিরিজ দিয়ে দলে ফিরেছিলেন। কিন্তু তিনিও তাওহীদ হৃদয়কে সঙ্গ দিতে পারেননি। রশিদের লেগ স্পিন ব্যাকফুটে ঘুরিয়ে খেলতে গিয়েছিলেন আফিফ, তবে মিস করে যান। আম্পায়ার আড্রিয়ান হোল্ডস্টক তাতে সাড়া দেননি। তবে আফগানিস্তানের রিভিউ কাজে লেগে যায় দারুণভাবে!
ট্র্যাকিংয়ে দেখা গেছে, লেগ স্টাম্পের ভেতরে পড়া বলটি স্টাম্পেই আঘাত করত। ফলে আম্পায়ারের সিদ্ধান্ত বদলে ৪ রান করা আফিফও এবার রশিদের শিকার। ফলে ১২৮ রানেই বাংলাদেশ ৬ উইকেট হারিয়েছে।
এরপর ফজল হক ফারুকি বোলিং ফেরত এসে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজকে। রিভিউ নিয়েও রক্ষা পাননি মিরাজ। বাংলাদেশের ইনিংস ২০০ পেরোনোর দায়িত্ব নিয়ে ক্রিজে নটআউট তাওহীদ হৃদয় ও তাসকিন আহমেদ।
সূত্র-কালবেলা।
মন্তব্য করুন