শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৬ পূর্বাহ্ন

রাশিয়া থেকে ভারত তেল কিনলে আপত্তি নেই যুক্তরাষ্ট্রের

রাশিয়া থেকে ভারত তেল কিনলে আপত্তি নেই যুক্তরাষ্ট্রের

অনলাইন বিজ্ঞাপন

ফাইল ছবি সংগ্রহীত।

 

 

রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি। তিনি আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আশা করে, পশ্চিমা বন্ধু রাষ্ট্রগুলোর বেঁধে দেওয়া মূল্যেই তেল বিক্রি করে ভারত মুনাফা অর্জন করবে।

গেল সপ্তাহে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে কিরবি বলেন, ‘তেল কেনা নিয়ে ভারত তাদের নিজস্ব সিদ্ধান্ত নেবে। আমরা আশা করি, তারা রাশিয়ার কাছ থেকে যেভাবে তেল কিনে আসছে সেভাবেই অথবা তার চেয়ে কম মূল্যে তেল কিনবে।’ খবর আরটির।

ইউক্রেন যুদ্ধের পর থেকে নিষেধাজ্ঞার মাধ্যমে যুক্তরাষ্ট্র চেষ্টা করেছে কীভাবে মস্কোর তেল বিক্রি থেকে মুনাফা কমানো যায়। ডিসেম্বরে ইইউ এবং জি-সেভেনভুক্ত দেশগুলো একত্র হয়ে সমুদ্রপথে ব্যারেলপ্রতি ৬০ ডলারের বেশি দামি রাশিয়ান তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়। পরবর্তীতে ফেব্রুয়ারির ৫ তারিখ থেকে নিষেধাজ্ঞা আরও কঠিন হয়। এ সময় প্রায় সবধরনের রাশিয়ান তেলজাত পণ্য এবং পেট্রোলিয়াম সামগ্রী রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এমন নিষেধাজ্ঞায় পড়ে মস্কো বেশিরভাগ তেল এশিয়ার দিকে রপ্তানি শুরু করে। এই দেশগুলোর মধ্যে চীন ও ভারত অন্যতম। রাশিয়াকে পশ্চিমী অর্থনৈতিক ব্যবস্থা থেকে সরিয়ে দেওয়ার পর ডলার বাদে অন্যান্য মুদ্রার মাধ্যমে এসব লেনদেন হয়।

যুক্তরাষ্ট্র ও ইউরোপের চাপ ঠেকিয়ে নিষেধাজ্ঞার হাত থেকে রেহাই পেয়েছে ভারত। উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর জাতিসংঘে এর জন্য রাশিয়াকে দায়ী করা থেকেও বিরত ছিল ভারত।

পশ্চিমা নিষেধাজ্ঞার পর থেকে বিশ্বে তেল কেনায় তৃতীয় অবস্থানে থাকা ভারত রাশিয়ার কাছ থেকে ব্যাপকহারে তেল আমদানি শুরু করে। মার্চের ৩১ তারিখে শেষ হওয়া অর্থনৈতিক বছরের হিসাব অনুযায়ী, সমুদ্রপথে রাশিয়ার কাছ থেকে ভারতের তেল আমদানি দশগুণ বৃদ্ধি পেয়েছে।

সূত্র-কালবেলা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM