মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৩:১১ অপরাহ্ন

উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশে আসছে

উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশে আসছে

অনলাইন বিজ্ঞাপন

 

আগামী জুলাইয়ে ঢাকা সফরে আসছে উচ্চপর্যায়ের মার্কিন একটি প্রতিনিধি দল। চার সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন যুক্তরাষ্ট্রের মানবাধিকারবিষয়ক একজন আন্ডার সেক্রেটারি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে সম্পৃক্ততা রয়েছে। সেসব বিষয়ে আলোচনার জন্যই মার্কিন প্রতিনিধি দল আসছে।

সূত্র জানিয়েছে, গণতন্ত্রকে শক্তিশালী করা এবং সার্বজনীন মানবাধিকারের অগ্রগতি, উদ্বাস্তু ও মানবিক সহায়তা দিতে কূটনৈতিক প্রচেষ্টার ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে থাকেন যুক্তরাষ্ট্রের এই আন্ডার সেক্রেটারি।

গত ২৪ মে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। সেখানে বলা হয়, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হওয়ার জন্য যারা দায়ী থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ভিসা দেবে না।

সূত্র জানায়, ভিসা নীতির সেই পটভূমিতে মার্কিন প্রতিনিধি দল আগামী মাসে ঢাকায় আসছে। তবে প্রতিনিধি দল কবে আসছে সেটার সুনির্দিষ্ট দিনক্ষণ এখনো বলা হচ্ছে না।

সফরকালে মার্কিন প্রতিনিধি দল আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, জাতীয় নির্বাচনের কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের ঢাকা সফরকে গুরুত্বের সঙ্গেই দেখা হচ্ছে।

সূত্র-কালবেলা


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM