বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০১ অপরাহ্ন

টেকনাফে ইয়াবাসহ আটক-২

টেকনাফে ইয়াবাসহ আটক-২

অনলাইন বিজ্ঞাপন

ছবি-আটক জাহেদ হোসেন এবং নাসির উদ্দিন।

 

 

সাইফুল ইসলাম।।

কক্সবাজারের টেকনাফ থানাধীন ঝিমংখালী এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর একটি টিম।

২৪ জুন সকালে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার হাফেজ আহম্মদের ছেলে জাহেদ হোসেন (২৮) এবং মৃত কাদের হোসেনের ছেলে মোঃ নাসির উদ্দিন (২৬)।

র‌্যাব-১৫ এর পক্ষ থেকে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে টেকনাফ হোয়াইক্যং এর ঝিমংখালী পূর্বপাড়া এলাকায় কতিপয় মাদক কারবারী ইয়াবা ক্রয়-বিক্রয়ের লক্ষ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দুই ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ত্রিশ হাজার পিস ইয়াবা এবং বিভিন্ন ব্র্যান্ডের ৬টি মোবাইল ফোন ও ৮টি সিম উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM