বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৮ অপরাহ্ন

বিদ্যুৎ স্পৃষ্টে রোহিঙ্গা যুবকের মৃত্যু

বিদ্যুৎ স্পৃষ্টে রোহিঙ্গা যুবকের মৃত্যু

অনলাইন বিজ্ঞাপন

কক্সবাজারের উখিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোহাম্মদ হারেস (২২) নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন) উখিয়ার কুতুপালং ১ নম্বর ক্যাম্পের সি-৫ ব্লকে এ ঘটনা ঘটে।

 

নিহত মোহাম্মদ হারেস ওই ক্যাম্পের সৈয়দ আলমের ছেলে।

 

নিহতের স্বজনরা জানায়, টমটেমর (ইজিবাইকের) ব্যাটারি চার্জে দিতে গিয়ে তারে হাত লাগাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে হারেস। খবর পেয়ে আশেপাশের রোহিঙ্গারা তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM