শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৮ পূর্বাহ্ন

কাল কক্সবাজার পৌরসভা নির্বাচন

কাল কক্সবাজার পৌরসভা নির্বাচন

অনলাইন বিজ্ঞাপন

 

 

আজ সোমবার (১২জুন) কক্সবাজার পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইভিএম-পদ্ধতিতে মোট ৪৩ কেন্দ্রে ২৪৫ বুথে ৯৪ হাজার ৮১১ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে ৪৩টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হওয়ায় সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ১২টি ওয়ার্ডে ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ দায়িত্বে থাকছেন ১৫ ম্যাজিস্ট্রেট, ৭ প্লাটুন বিজিবি, ১২টি র‌্যাব টিম ও ৭৯০ জন পুলিশ। এমনটি জানিয়েছেন কক্সবাজার জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন।

তিনি বলেন, ভোটগ্রহণ উপলক্ষ্যে রোববার (১১ জুন) দুপুর হতে পৌরসভার প্রতিটি কেন্দ্রে ইভিএম মেশিনসহ সরঞ্জাম নিয়ে স্ব স্ব কেন্দ্রে চলে গেছেন দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশ, আনসার সদস্যরা। এর আগে প্রতিটি কেন্দ্র ও বুথে সিসি ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়। প্রতিটি কেন্দ্র ও বুথ কক্ষ সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে।


জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মোহম্মদ শাহদাৎ হোসাইন বলেন, একটি শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে ৪৩টি কেন্দ্রে ইভিএম মেশিনসহ সব সরঞ্জাম পাঠানো হয়েছে। এ নির্বাচনকে একটি মডেল নির্বাচন হিসেবে প্রমাণ করতে চাই। কক্সবাজারের মানুষ একটি মডেল নির্বাচন দেখবে। এ নির্বাচন ইতিহাস হয়ে থাকবে।

তিনি বলেন, আমাদের কাছে প্রার্থী কোন দলের তা বিবেচ্য বিষয় নয় সুষ্ঠু নির্বাচনই মূল কথা। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সকল প্রস্তুতি শেষ করে আমরা প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠিয়েছি। যেহেতু ইভিএমে ভোটগ্রহণ চলবে তাই প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের বলা আছে নির্বাচন শেষ হলে কেন্দ্রেই যেন ফলাফল প্রকাশ করা হয়। বিগত দিনেও কক্সবাজারে ইভিএমে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়। এবারও একটি সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবো বলে আশা করছি আমরা।

কক্সবাজার জেলা প্রশাসক মো: শাহীন ইমরান বলেন, নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করার লক্ষ্যে ১২ ওয়ার্ডে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। তাদের সমন্বয় করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে সমন্বয়ক করা হয়েছে।

উল্লেখ্য, মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫জন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ প্রার্থী মাহবুবুর রহমান এবং বিদ্রোহী প্রার্থী মাসেদুল হক রাশেদের। ১২ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৭ জন। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬ জন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM