বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৯ অপরাহ্ন

মেরিন ড্রাইভে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত-৩

মেরিন ড্রাইভে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত-৩

অনলাইন বিজ্ঞাপন

 

 

 

কক্সবাজারের-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে বেপরোয়া মোটরসাইকেল ও টমটমের (ইজিবাইক) সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এসময় আহত আরো একজন চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মোহাম্মদ আলী।

বুধবার (৭ জুন) বেলা ২টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের শফির বিল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন, যশোরের আবদুস সাত্তারের ছেলে ও ইনানীর পালংকি রেস্টুরেন্টের মার্কেটিং এবং সিকিউরিটি ইনচার্জ ইজিবাইক যাত্রী ইমারত মোল্লা (৩৮), বাইক আরোহী উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ মাতবর পাড়া এলাকার হাজী গুরা মিয়ার ছেলে ও কক্সবাজার সিটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ আকতার কামাল (২০) ও রাজাপালং ইউনিয়নের পিনজিরকুল এলাকার ফরিদ মিস্ত্রির ছেলে আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রিদুয়ান (১৭)।

আহত চিকিৎসাধীন ইজিবাইক চালক জয়নাল আবেদীন জালিয়াপালং ইউনিয়নের শফিরবিল এলাকার বাসিন্দা।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বুধবার দুপুরে মেরিন ড্রাইভ সড়কের শফির বিল এলাকায় টেকনাফ থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেল ও পাটুয়ারটেকের দিকে যাওয়া ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে বাইকে থাকা দুজন ও টমটমে দুজন গুরুতর আহত হন। খবর পেয়ে ইনানী ফাঁড়ির এসআই রেজাউল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নেয়ার পথে ইমারত মোল্লা মারা যান।

তিনি আরো জানান, অপর আহত তিনজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। সেখানে আকতার কামাল ও রিদুয়ানের অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চমেক হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যায় তাদের মৃত্যু হয়।

ইনানী পুলিশ ফাঁড়ির আইসি মো. শাহাজাহান জানান, দূর্ঘটনা কবলিত টমটম ও মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM