রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের আন্তর্জাতিক এই আদালতে নিয়োগ পাওয়ার কথা জানানো হয়।হেগ’র ঐতিহ্যবাহী ‘পিস প্যালেস’ এ অবস্থিত ১১৭ সদস্যবিশিষ্ট একটি আন্তঃরাষ্ট্রীয় প্রতিষ্ঠান স্থায়ী সালিশী আদালত। ১৮৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিবদমান বিষয়সমূহের শান্তিপূর্ণ সমাধান এবং সালিশ পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি।
এই আদালত থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সমুদ্রসীমা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হয় ২০১৪ সালে।
বিচারপতি মো. আওলাদ আলী সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের সাবেক বিচারপতি।
বিচারপতি তাফাজ্জাল ইসলাম বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি। সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল এবং বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায়সহ উল্লেখযোগ্য বিভিন্ন মামলার বিচারে ছিলেন তিনি।
মন্তব্য করুন