শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:৫১ অপরাহ্ন

টেকনাফে ইয়াবা ও কাঠসহ ট্রাক জব্দ

টেকনাফে ইয়াবা ও কাঠসহ ট্রাক জব্দ

অনলাইন বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফে ইয়াবা কাটসহ একটি ট্রাক জব্দ করেছে বিজিবি।২৬ নভেম্বর রাতে টেকনাফ দমদামিয়া এলাকায় ট্রাকের এয়ার ক্লিনারের ভেতর থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

এসময় ট্রাকে থাকা কাঠ জব্দ করা হয় বলেও জানিয়েছেন বিজিবি’র উপ-পরিচালক(মেডিকেল) মো: আজাহারুল আলম জানিয়েছেন।
বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল চট্টগ্রামগামী একটি ট্রাক(নম্বর ঢাকা-মেট্টো-ট-১৮-৪৮৫৭) দমদমিয়া চেকপোস্টে দাড়করায়।

এসময় গাড়ির ড্রাইভার এবং হেলপার গাড়ি থেকে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাসি চালিয়ে ৯৮ লক্ষ ৭১ হাজার  ২ শত টাকা মূল্যের ৩২ হাজার ৯শত ৪ পিস ইয়াব উদ্ধার করা হয়। এসময় অবৈধ মাদক রাখার দায়ে ট্রাকে রক্ষিত ২৫ লক্ষ ৫২ হাজার ২ শত টাকার কাঠ জব্দ করা হয়েছে।

trakবিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে এ ঘটনায় ট্রাকের মালিক টেকনাফ শিলবানিয়া এলাকার মৃত মো: হোসেন’র পুত্র  মো: আবুল হোসেন(৩২), ট্রাকের ড্রাইভার উখিয়ার পশ্চিত রতœাপালং এলাকার মো: আব্দুল মান্নান(৩৫) পিতা-অজ্ঞাত) এবং হেলপার নতুন পল্লান পাড়া এলাকার মৃত মমতাজ মিয়া’র পুত্র মো: ফিরোজ কবির জাড়িত।

উল্লেখ্য ট্রাকের মালিক আবুল হোসেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM