বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন
ফয়েজুল ইসলাম রানা, টেকনাফ
অতীতের মানবপাচারের বোট গুলো এখন ইয়াবা পাচারে যুক্ত হয়ে পড়েছে। টেকনাফে সড়ক পথ গুলোতে কড়াকড়ি আরোপ করায় ইয়াবা ব্যবসায়ীরা জলপথে ও গাড়ীর বিভিন্ন যোগানে ইয়াবা পাচারে ব্যস্ত হয়ে পড়েছে। তৎমধ্যে জলপথে বোট যোগে বেশী ইয়াবা পাচার হচ্ছে বলে স্থানীয়রা জানায়। এ পাচাররে ব্যবহৃত হচ্ছে অতীতের মানবপাচার কাজে ব্যবহৃত বোট গুলো।
এ বোট গুলো টেকনাফের পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সন্ধ্যায় সারিবদ্ধ ভাবে মাঝি মাল্লারা নোঙর করে। রাত গভীর হওয়ার সাথে সাথে ইয়াবা ব্যবসায়ীরা এ সমস্ত বোটে লবণ, মাছ সহ হরেক রকম পণ্যাদি ভর্তি করে। এর ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে ইয়াবার বড় বড় চালান। এর মধ্যে উল্লেখ যোগ্য ঘাট গুলো হচ্ছে শাহপরীরদ্বীপ মিস্ত্রী পাড়া, জালিয়া পাড়া, হারিয়াখালী, খুরের মূখ, কাটা বনিয়া, কচু বনিয়া, মুন্ডার ডেইল, আলীর ডেইল, বাহারছড়া, মহেশখালীয়া পাড়া, তুলাতলী, লম্বরী সহ ১৫টি পয়েন্ট দিয়ে।
স্থানীয় সূত্রে জানায়, ইয়াবা ব্যবসায়ীরা বোটে ইয়াবা ভর্তির সময় বিভিন্ন পয়েন্টে তাদের নিজস্ব সোর্স নিয়োগ করে। যাতে কোন আইন প্রয়োগকারী সংস্থা জানতে না পেরে। এভাবে প্রতিনিয়ত প্রতিদিন নিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ ইয়াবার চালান। এ কাজে ব্যবহৃত হচ্ছে অতীতের মানবপাচারকাজে ব্যবহৃত ট্রলার ও বোট গুলো।
মন্তব্য করুন