রবিবার, ২৮ মে ২০২৩, ১০:১৫ পূর্বাহ্ন

১৫ এপ্রিল ২০২৩; সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ:

১৫ এপ্রিল ২০২৩; সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ:

অনলাইন বিজ্ঞাপন

ছবি-সংগ্রহীত।

 

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ইউক্রেন থেকে শস্য আমদানি বন্ধের সিদ্ধান্ত পোল্যান্ডের

নিজেদের কৃষিখাতকে রক্ষায় প্রতিবেশী দেশ পোল্যান্ড থেকে শস্য ও অন্যান্য খাদ্য আমদানি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে পোল্যান্ড। শনিবার (১৫ এপ্রিল) দেশটির ক্ষমতাসীন দল ‘ল অ্যান্ড জাস্টিস পার্টির’ নেতা জারোস্লাভ কাকজিনস্কি এ তথ্য নিশ্চিত করেছেন।

সুদানে সেনাবাহিনী-আধাসামরিক বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ

সুদানের রাজধানী খার্তুমে প্রেসিডেন্ট প্রাসাদসহ কয়েকটি জায়গায় বিস্ফোরণ ও ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে। কারণ দেশটির সেনাবাহিনীর কয়েকটি ইউনিটের সঙ্গে র্যাপিড সাপোর্ট ফোর্সেস নামে একটি প্যারামিলিটারি সেনাদলের সংঘর্ষ হচ্ছে।

দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে তলব

আবগারি দুর্নীতিকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য রোববার (১৫ এপ্রিল) দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ডেকে পাঠিয়েছে সিবিআই। এর জেরে পরের দিন সোমবার দিল্লি বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকেছে আপ (আম আদমি পার্টি) সরকার।

পশ্চিমবঙ্গে পহেলা বৈশাখ উদযাপন

পহেলা বৈশাখের সঙ্গে জড়িয়ে রয়েছে সমগ্র বাঙালি জাতির সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাস। যদিও এবারের পহেলা বৈশাখের দিনে দাবদাহে পুড়ছে গোটা পশ্চিমবঙ্গ। তবে এই দাবদাহকে তোয়াক্কা না করে রাস্তায় নেমেছে রাজ্যেটির মানুষ। নতুন জামা-কাপড় পরে আনন্দে মেতে উঠেছে তারা।

আইএমএফের আর কোনো অজুহাত নেই: শাহবাজ

অর্থনৈতিক সংকট কাটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দ্বারস্থ হয়েছে পাকিস্তান। কিন্তু সংস্থাটির শর্ত পূরণ করতে শুরু থেকেই হিমশিম খাচ্ছে দেশটি। কিন্তু এবার আশার কথা শোনালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

মুম্বাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১২

ভারতের মুম্বাইতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। জানা গেছে, মুম্বাই থেকে পুনে যাওয়ার পথে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে যায়। এতে অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ২৫ জন।

বাইডেন কি আসলেই ঋষি সুনাককে চিনতে পারেননি?

গুড ফ্রাইডে শান্তি চুক্তির ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (১১ এপ্রিল) সংক্ষিপ্ত সফরে উত্তর আয়ারল্যান্ড সফরে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় বেলফাস্ট আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

সৌদি আরবে শিলাবৃষ্টি!

সৌদি আরবের কিছু এলাকায় শিলাবৃষ্টি হয়েছে, যা দেশটির ইতিহাসে খুবই বিরল। শুক্রবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানায় মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।

৫০০ দিন গুহায় কাটিয়ে বেরিয়ে এলেন স্প্যানিশ অ্যাথলেট

একটি গুহায় টানা ৫০০ দিন কাটিয়ে বের হয়েছেন স্পেনের অ্যাথলেট বেয়াত্রিজ ফ্লামিনি। শুক্রবার (১৪ এপ্রিল) তিনি গুহা জনসম্মুখে আসেন। এর মধ্যে পৃথিবীতে ঘটে গেছে কতশত ঘটনা। দীর্ঘদিন মানব সমাজ থেকে দূরে থাকায় সেসবের কিছুই জানেন না ফ্লামিনি। এদিকে, তার এ অসাধারণ কীর্তিতে রীতিমতো হইচই পড়ে গেছে।

জাপানের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ‘বোমা’ সদৃশ বস্তু নিক্ষেপ

ওয়াকাইয়ামা শহরের উন্মুক্ত এক ভেন্যুতে বক্তব্য দেওয়ার সময় জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে লক্ষ্য করে বোমা জাতীয় একটি বস্তু নিক্ষেপ করার ঘটনা ঘটেছে। জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে জানায়, বস্তুটি ছোড়ার পর করার পর ‘বিস্ফোরণের’ শব্দ শোনা যায়, তবে কিশিদা নিরাপদ ও অক্ষত আছেন।

সূত্র-জাগোনিউজ


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM