বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন
স্প্যানিশ ক্লাব বার্সেলোনার জার্সিতে একটা মৌসুম (২০১৩ সালে) নেইমারের পাশে খেলার সুযোগ পেয়েছিলেন ফ্যাব্রিগাস। সেই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন, ‘যে কোনো জায়গায় মানিয়ে নেওয়া শুরুতে একটি কঠিন। কিন্তু তখনই (বার্সাতে নেইমারের প্রথম মৌসুমে) তার সহজাত প্রতিভা লক্ষ্য করেছিলাম। ফুটবলের প্রতি তার ভালবাসা ও দক্ষতা অসাধারণ।’
ফ্যাব্রিগাস আরও বলেছেন, ‘আমার মনে হয়, লিওর (মেসি) উচ্চতায় পৌঁছানো নেইমারের জন্য সহজ হবে না। তবে একটা সময় মেসিকে ফুটবল থেকে অবসর নিতে হবেই। আর তখনই নেইমারকে দেখা যেতে পারে সেরার সিংহাসনে।’
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে বার্সার জার্সিতে খেলার সময় মেসি ইনজুরিতে পড়ার পর নেইমার স্প্যানিশ ক্লাবটির হয়ে গত ২ মাসে যে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন, তাতেই ব্রাজিলের এই ফুটবল সুপারস্টারকে নিয়ে চারদিকে চলছে ‘নেইমার প্রশংসার ফুলঝুরি’।
দ্য রিপোর্ট
মন্তব্য করুন