স্পোর্টস ডেক্স॥
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। ক্রিস্তিয়ানো রোনালদোর দারুণ নৈপুণ্যে শাখতার দোনেৎস্কের মাঠে নাটকীয় জয় পেয়েছে রিয়াল। বুধবার রাতে শেষ ১৫ মিনিটের চরম নাটকীয়তার পর ৪-৩ গোলের জয় নিয়ে ফিরেছে রিয়াল। এই জয়ে গ্রুপের সেরা হওয়াটাও নিশ্চিত হয়েছে রিয়ালের।
ম্যাচের ১৭ মিনিটে শাখতার দোনেৎস্কের জালে বল জড়ান পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো। প্রথমার্ধের বাকিটা সময়েও বল দখলে বা সুযোগ তৈরিতে এগিয়ে ছিল রিয়াল। কিন্তু রোনালদো-বেলরা নিজেদের নামের প্রতি ঠিক সুবিচার করতে না পারায় বিরতির আগে আর ব্যবধান বাড়েনি।
দ্বিতীয়ার্ধে অবশ্য রিয়ালের সামনে আর বাধা হয়ে থাকতে পারেনি শাখতার। চতুর্থ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন লুকা মদ্রিচ। পরের মিনিটেই ব্যবধান আরও বাড়াতে পারতো রিয়াল, কিন্তু মদ্রিচের বাড়ানো বল ধরে রোনালদোর শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন শাখতার গোলরক্ষক।
এক মিনিট বাদেই সতীর্থ দানি কারভাহালকে দিয়ে ঠিকই স্কোরলাইন ৩-০ করান রোনালদো। এই অর্ধের শুরু থেকেই দারুণ খেলা রোনালদো ৭০ মিনিটে ব্যবধান ৪-০ করেন।
রোনালদোর দ্বিতীয় গোলের পর রিয়াল সমর্থকেরা নিশ্চয় আরেকটি বড় জয়ের প্রত্যাশাই করছিল। কিন্তু ছয় মিনিটের ব্যবধানে শাখতার দুটি গোল শোধ করে দিলে নাটকীয়তার সম্ভাবনা জাগে।
বদলি নামা ব্রাজিলিয়ান স্ট্রাইকার তাইসোনকে নিজেদের ডি বক্সে রিয়ালের কাসেমিরো ফাউল করলে পেনাল্টি পায় শাখতার। তা থেকেই প্রথম গোলটি করেন আরেক ব্রাজিলিয়ান আলেক্স তেইশেইরা।
আর ৮৩তম মিনিটে কর্নার থেকে ইউক্রেনের মিডফিল্ডার স্তেপানেনকোর হেডে বল পেয়ে পেছনের পোস্টের কাছে ফাঁকায় দাঁড়িয়ে থাকা আরেক ব্রাজিলিয়ান দেনতিনিয়ো দ্বিতীয় গোলটি করেন। পাঁচ মিনিট বাদে তেইশেইরা নিজের দ্বিতীয় গোল করলে ম্যাচে চরম নাটকীয়তার আভাস মেলে। শেষ পর্যন্ত সমতা ফেরাতে পারেনি শাখতার।
চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৪-০ গোলের হারসহ লা লিগায় টানা দুটি পরাজয়ের পর স্বস্তির এক জয় নিয়েই মাঠ ছাড়ে রাফায়েল বেনিতেসের দল।
বিবার্তা
মন্তব্য করুন