বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৯ অপরাহ্ন

এক কোটির বেশি কর্মী ঘাটতির আশঙ্কা জাপানে

এক কোটির বেশি কর্মী ঘাটতির আশঙ্কা জাপানে

অনলাইন বিজ্ঞাপন

ছবি সংগৃহীত

 

 

২০৪০ সাল নাগাদ জাপানে এক কোটি ১০ লাখ কর্মীর ঘাটতি দেখা দিতে পারে। একটি গবেষণায় এমন চিত্র ফুটে উঠেছে। এর অন্যতম কারণ হচ্ছে দেশটির মানুষের বয়স বৃদ্ধিজনিত সমস্যা। খবর ব্লুমবার্গের।

ইন্ডিপেন্ডেন্ট থিঙ্ক-ট্যাংক রিক্রুট ওয়ার্কস ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী, ২০২৭ সালের পর দেশটিতে কর্মক্ষম মানুষের সংখ্যা দ্রুত কমতে থাকবে। তাছাড়া ২০২২ সাল থেকে ২০৪০ সালে শ্রমিক সরবরাহ প্রায় ১২ শতাংশ কমে যাবে।

এদিকে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জন্মহার বাড়ানোর পদক্ষেপকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন। এর আগে জন্মহার ব্যাপকভাবে কমে যাওয়ায় তিনি সোসাইটাল বিপর্যয়ের কথা উল্লেখ করেন। আগামী পাঁচ বছরে আরও দক্ষ কাজের জন্য কর্মীদের প্রশিক্ষণে প্রায় সাত দশমিক ছয় বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, ১২৬ মিলিয়ন জনসংখ্যার দেশটিতে এখনই সমস্যা টের পাওয়া যাচ্ছে। ২০২০ সাল থেকে ২০৪০ সাল নাগাদ কর্মক্ষম মানুষের সংখ্যা ২০ শতাংশ কমে যেতে পারে।

জাপানে আগামী বছর থেকে ট্রাক ড্রাইভারের ব্যাপক সংকট দেখা দেবে। এমন পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে উপায় খুঁজতে শুরু করেছে কিশিদা প্রশাসন।

গবেষণায় দেখা যায়, সবচেয়ে বেশি সংকট দেখা দেবে শ্রমখাতে। এর মধ্যে অন্যতম হলো পরিবহন ও নির্মাণখাত। তাছাড়া বসস্ক মানুষ বেড়ে যাওয়ায় কর্মী সংকট দেখা যাবে স্বাস্থ্যখাতেও।

সূত্র-জাগোনিউজ


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM