শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৮ পূর্বাহ্ন
প্রতিকী ছবি।
নীতিশ বড়ুয়া, রামু।।
কক্সবাজারে বজ্রপাতে সুনীল বড়ুয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব ঝিলংজা বড়ুয়া পাড়ার চিত্র বড়ুয়ার সন্তান।
গ্রামের বাসিন্দা শিক্ষক টিটু বড়ুয়া জানান, শনিবার (১ এপ্রিল) বিকাল ৪ চার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত হয়। ওই সময় সুনীল বড়ুয়া গ্রামের পার্শ্ববর্তী সুতারচর বিলে কাজ করছিলেন। বিকট শব্দের এ বজ্রপাতে সুনীল বড়ুয়ার মৃত্যু হয়। তাঁর স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে রয়েছে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রশাসনিক কার্যক্রম শেষে রবিবার দুপুর ২ টায় ধর্মীয় মর্যাদায় প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন করা হবে।
মন্তব্য করুন