বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৮:০৮ পূর্বাহ্ন

টেকনাফের জিয়াবুল স্বস্ত্রীক ইয়াবাসহ আটক

টেকনাফের জিয়াবুল স্বস্ত্রীক ইয়াবাসহ আটক

অনলাইন বিজ্ঞাপন

 

কক্সবাজার শহরের আলির জাঁহাল এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করে মাদক দ্রব্য অধিদপ্তর।

শনিবার (১ এপ্রিল) বিকালে তাদের আটক করা হয়।

আটক স্বামী জিয়াবুল ইসলাম ও তার স্ত্রী আক্তার বেগম টেকনাফ উপজেলার হোয়াইক্যং কাঞ্জর পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

গোপন সংবাদের ভিত্তিতে আটককৃতদের ভাড়া বাসায় অভিযান চালিয়ে ইয়াবাসহ আটক করা হয় বলে জানিয়েছেন মাদকদ্রব্য অধিদপ্তর কক্সবাজারের উপ-পরিদর্শক মোঃ তায়রীফুল ইসলাম।

তিনি বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদক আইনের ধারায় কক্সবাজার সদর থানায় একটি মামলা করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM