শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৪ পূর্বাহ্ন

৩০ মার্চ ২০২৩: সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

৩০ মার্চ ২০২৩: সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

অনলাইন বিজ্ঞাপন

 

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

বাংলাদেশে সাংবাদিকদের ভীতি প্রদর্শনে ১২ দেশের উদ্বেগ
বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের সাম্প্রতিক খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের (এমএফসি) ১২ সদস্য দেশ। এমএফসি বলছে, সম্প্রতি অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের নির্বাচনের সংবাদ সংগ্রহের সময়ে সাংবাদিকদের ওপর হামলা, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সাংবাদিকের ভাইয়ের ওপর হামলা, ঢাকা ট্রিবিউনের ফটো সাংবাদিকের ওপর হামলা এবং সম্প্রতি প্রথম আলোর সাংবাদিক আটকের খবরে তারা উদ্বিগ্ন।

ফিলিপাইনে ফেরিতে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৩১
ফিলিপাইনে একটি ফেরিতে আগুন লাগার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৩০ জন। স্থানীয় সময় বুধবার (২৯ মার্চ) রাতে দেশটির দক্ষিণাঞ্চলের বাসিলান প্রদেশের উপকূলে এ দুর্ঘটনা ঘটে। দক্ষিণ মিন্দানাওয়ের উপকূলরক্ষী প্রধান কমোডোর রেজার্ড মারফে জানিয়েছেন, একটি শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন থেকে আগুনের সূত্রপাত হয়।

ভারতে মন্দিরের কূয়ায় ধস, নিহত ১৩
ভারতের মধ্য প্রদেশে একটি মন্দিরের ভেতর থাকা প্রাচীন কূয়ায় পড়ে অন্তত ১৩ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) ইন্দোরের বেলেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে এ দুর্ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর ২ হেলিকপ্টার বিধ্বস্ত, হতাহতের শঙ্কা
যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর দুইটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দেশটির কেন্টাকি অঙ্গরাজ্যে প্রশিক্ষণচলাকালে এই দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র ননডিস থারম্যান এক বিবৃতিতে জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারে থাকা ক্রুদের অবস্থা জানা জায়নি। তাছাড়া হেলিকপ্টারে কতজন ছিলেন তাও এখন পর্যন্ত স্পষ্ট নয়।

ভারতে ৬ মাসে সর্বোচ্চ করোনা সংক্রমণের রেকর্ড
ভারতে গত ছয় মাসের মধ্যে করোনাভাইরাসে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ সময় নতুন করে তিন হাজার ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, দৈনিক আক্রান্তের হার দুই দশমিক ৭ শতাংশ এবং সাপ্তাহিক আক্রান্তের হার এক দশমিক ৭১ শতাংশ রেকর্ড হয়েছে। আক্রান্তের রেকর্ড হয়। সে সময় মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৩৭৫।

রাশিয়ায় ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক আটক
গুপ্তচরবৃত্তির অভিযোগে এক মার্কিন সাংবাদিককে আটক করেছে রাশিয়া। ওয়াল স্ট্রিট জার্নালে কর্মরত ইভান গার্শকোভিচ নামে ওই সাংবাদিককে কবে আটক করা হয়েছে তা নিশ্চিত করা হয়নি। তবে আটকের বিষয়টি বৃহস্পতিবার (৩০ মার্চ) নিশ্চিত করেছে রাশিয়ার শীর্ষ গোয়েন্দা সংস্থা। ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) বলেছে, গোপন তথ্য সংগ্রহের চেষ্টা করার সময় ইভান গার্শকোভিচকে ইয়েকাতেরিনবার্গ শহর থেকে আটক করা হয়েছে।

রমজানে গরিবদের বিনামূল্যে আটা দিচ্ছে পাকিস্তান সরকার
দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকটে ভোগা পাকিস্তানে দ্রব্যমূল্য আকাশ ছুঁয়েছে। মূল্যস্ফীতি পৌঁছেছে ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। এক বছরে দেশটিতে আটার দাম বেড়েছে ৪৫ শতাংশের ওপর। ফলে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য কিনতেই হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। এর মধ্যেই শুরু হয়েছে রমজান মাস। পবিত্র এই মাসে দরিদ্রদের কষ্ট কমাতে সম্পূর্ণ বিনামূল্যে আটা বিতরণ করছে পাকিস্তান সরকার।

‘কীসের ভয়ে’ দিল্লির বদলে কলকাতায় ধরনায় বসলেন মমতা?
উড়িষ্যা সফরে যাওয়ার আগে গত ২১ মার্চ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে দিল্লিতে ধরনায় বসার ঘোষণা দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এর কয়েকদিন পরেই গত ২৭ মার্চ পশ্চিমবঙ্গ সফরে আসেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেদিন তার সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে মমতা জানান, দিল্লির বদলে কলকাতার ধর্মতলা রেড রোডে ধরনায় বসবেন তিনি।

যুক্তরাষ্ট্রে তাইওয়ানের প্রেসিডেন্ট
নিউইয়র্কে পৌঁছেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। চীনের সঙ্গে উত্তেজনা এবং সম্প্রতি বেইজিংয়ের হুঁশিয়ারির মধ্যেই এই সফর করছেন তিনি। এই সফরে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে তার বৈঠক হতে পারে।

সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা
সিরিয়ার রাজধানী দামেস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এ সময় সেখানে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গত কয়েক বছর ধরেই সিরিয়ায় বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইসরায়েল।

সূত্র-জাগোনিউজ


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM