শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৬ পূর্বাহ্ন
ফাইল ছবি সাকিব আল হাসান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছেন সাকিব আল হাসান। বুধবার দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। এতে তিনি ছাপিয়ে গেছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদদিকে।
চার ওভারে ২২ রানে ৫ উইকেট নেন সাকিব। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তার উইকেট সংখ্যা ১৩৬, ১১৪ ম্যাচে। ১৩৪ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে টিম সাউদি, ১০৭ ম্যাচ। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান, (১২৯)।
প্রথম বাংলাদেশি বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একাধিকবার ৫ উইকেট পেলেন সাকিব। সব মিলিয়ে সাকিবের আগে এ কীর্তি ছিল আর ১১ জনের।
দ্বিতীয় ম্যাচে বল হাতে ৫ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে ২৪ বলে ৩৮ রানের দারুণ ইনিংস খেলেন সাকিব। বাংলাদেশ ১৭ ওভারে তোলে ২০২ রান। জবাবে বাংলাদেশের বোলারদের তোপে ধুঁকছে আয়ারল্যান্ড। ১২.৪ ওভারে ৮ উইকেটে দলটি তুলেছে ৮৬ রান।
সূত্র-কালবেলা।
মন্তব্য করুন