রবিবার, ২৮ মে ২০২৩, ০৯:৫০ পূর্বাহ্ন
চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ মো: রাসেল (২৫) নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সোমবার রাতে বাঁশখালীর দক্ষিণ সীমান্তবর্তী পুঁইছড়ি ইউনিয়নের বাঁশখালী পেকুয়া সীমান্ত ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। করা হয় মঙ্গলবার (২৮ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বাঁশখালী থানা পুলিশ।
আটক রাসেল কক্সবাজার জেলার টেকনাফ সদর গোদার বিল এলাকার খুইল্যা মিয়ার ছেলে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দীন বলেন, থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসাবে বাঁশখালীর দক্ষিণ সীমান্তবর্তী পুঁইছড়ির সীমান্ত ব্রীজ এলাকা অভিযান চালিয়ে রাশেলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
মন্তব্য করুন