শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩০ পূর্বাহ্ন
সোয়েব সাঈদ, রামু।।
কক্সবাজারের রামুতে ঐতিহাসিক রামকুট তীর্থধামে শুরু হয়েছে ৫ দিন ব্যাপী শিবদর্শন ও মহারাম নবমী মেলা। সোমবার (২৭ মার্চ) রাত ৮ টায় তীর্থধাম প্রাঙ্গণে শ্রীশ্রী রামচন্দ্রের জন্মোৎসব উপলক্ষে এ মেলার আয়োজন হয়। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে বাসন্তীদেবীর পূজা, ধর্মসভা, চব্বিশ প্রহর ব্যাপী তারকাব্রহ্ম মহানামযজ্ঞ, শ্রীশ্রী রাম নবমীব্রত, শিবদর্শন ও মহারাম নবমীমেলা চলবে ৩১ মার্চ পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-৩ (সদর-পৌরসভা-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
তিনি বলেন, যারা সম্প্রীতির বিপক্ষে কাজ করবে আমরা তাদের কখনও ক্ষমা করব না। যেকোনো মূল্যে আমাদের সম্প্রীতি ধরে রাখতে হবে। তিনি বলেন, ধর্ম নিয়ে কোন প্রকার বিতর্ক করা যাবেনা। প্রত্যেক ধর্মে শান্তির কথা বলা হয়েছে।
সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারি বা সম্প্রীতি বিনষ্টকারীকে ছাড় দেয়া হবে না। সকল প্রকার অনিয়ম দুর করতে সকলে ঐক্যবদ্ধ থাকলেই ধর্ম ও সমাজের উন্নতি হবে। ত্যাগের মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে এমপি কমল রামকুট তীর্থধামের উন্নয়নে অনুদান প্রদানের ঘোষণা দিয়ে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এতদঞ্চলে প্রথম সম্প্রীতির কথা বলেছিলেন। বঙ্গবন্ধুকণ্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত, সমৃদ্ধ ও সম্প্রীতির দেশ। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামীতেও জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রের ক্ষমতায় রাখতে নৌকায় ভোট দেয়ার আহবান জানান তিনি।
মেলার উদ্বোধনী বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টী বাবুল শর্মা। প্রধান ধর্মীয় আলোচক ছিলেন চট্টগ্রাম শ্রী পুন্ডরীক ধাম ইসকন চট্টগ্রাম ডিভিশনের সেক্রেটারি শ্রীপাদ চিন্ময় দাশ ব্রহ্মচারী, ধর্মীয় বক্তা ছিলেন উখিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ, অধ্যাপক অজিত দাশ, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন রাংকোট বনাশ্রম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ কেশ্রী. জ্যোতিসেন থের। প্রদীপ প্রজ্জ্বলক ছিলেন শ্রীশ্রী রামকুট তীর্থধাম আদিকথার গ্রন্থকার এডভোকেট দীলিপ ধর।
শ্রীশ্রী রামকুট রামনবমী মেলা উদযাপন পরিষদের সভাপতি নিপেন্দ্র ধর রবি‘র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান মুফিজ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলার সভাপতি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু, রামু প্রেস ক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়া, রামকুট তীর্থধাম পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ সিকদার, হিন্দু মহাজোট কক্সবাজার জেলার সভাপতি মিটন দাশ মিন্টু, কক্সবাজার জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি ডা. পরিমল দাশ, রামকুট তীর্থধাম নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ডা. উল্লাস ধর, রামু প্রেস ক্লাবের সহ-সভাপতি খালেদ হোসেন টাপু, হিন্দু মহাজোট রামুর সাধারণ সম্পাদক বিবেকানন্দ শর্মা প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীশ্রী রামকুট রামনবমী মেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন চক্রবর্তী।
মন্তব্য করুন