মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

মাদরাসা ছাত্র অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী

মাদরাসা ছাত্র অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী

অনলাইন বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারে রাসেদুল ইসলাম (১৯) নামে এক মাদরাসা ছাত্রকে অপরহণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করছে অপহরণকারীচক্র। গত ২১ নভেম্বর সন্ধ্যা সাতটার দিকে কক্সবাজার শহর থেকে বাড়ী ফেরার পথে তাকে অপহরণ করা হয়।
রাসেদ কক্সবাজার সদরের পিএমখালী উত্তর পাতলী এলাকার আমিনুল হকের ছেলে এবং স্থানীয় হযরত আবু বক্কর ছিদ্দিক (রা) দাখিল মাদরাসার নবম শ্রেনীর ছাত্র।
এ বিষয়ে অপহৃতের পিতা আমিনুল হক র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)-৭ ও কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ করেছেন।
আমিনুল হক বলেন, ০১৬৩০-১২১৫২৯ নাম্বার থেকে আমাকে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করছে অপহরণকারীরা। দাবীকৃত টাকা না দিলে আমাদের জানে মেরে ফেলাসহ আমার ছেলের লাশ গুম করার হুমকি দেয়া হচ্ছে তারা। বিষয়টি প্রশাসনকে অভিযোগ করেছি।
এ প্রসঙ্গে কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার আব্দুর রহিম জানান, অপহৃত রাসেদুল ইসলামের পিতা থানায় অভিযোগ করেছে। ‘কললিষ্ট’ বের করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM