শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৮ পূর্বাহ্ন

আমরা কেন পারবোনা এ প্রতিজ্ঞা ছিল লিটনদের

আমরা কেন পারবোনা এ প্রতিজ্ঞা ছিল লিটনদের

অনলাইন বিজ্ঞাপন

ছবি সংগ্রহীত।

গতকাল সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্ক ও আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। কুইন্টন ডি কক ও রিজা হেনড্রিকসের ঝোড়ো ব্যাটিংয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টির রান তাড়ার নতুন রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা, সে ইনিংসের পথে তারা ভেঙেছে আইসিসির পূর্ণ সদস্যদেশগুলোর মধ্যে পাওয়ারপ্লেতে সর্বোচ্চ রানের রেকর্ডও (১০২ রান)।

আজ বাংলাদেশও ভেঙেছে নিজেদের পাওয়ারপ্লেতে সর্বোচ্চ রানের রেকর্ড। তাসকিন আহমেদ বলছেন, গতকালের ম্যাচ দেখার পরই নাকি আজ এমন ব্যাটিং করেছেন লিটন দাস ও রনি তালুকদার।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে লিটন ও রনি ঝড় তুলেছিলেন আজ। পাওয়ারপ্লেতেই বাংলাদেশ আজ তোলে ৮১ রান। এর আগে টি-টোয়েন্টিতে প্রথম ৬ ওভারে বাংলাদেশের সর্বোচ্চ ছিল ৭৬ রান। রনি-লিটনের ব্যাটিং কেমন লেগেছে, সংবাদ সম্মেলনে আজ এমন প্রশ্নে তাসকিন বললেন, ‘খুবই ভালো লাগছিল। গতকাল ১০০ রান (আসলে ১০২ রান) দেখেছি দক্ষিণ আফ্রিকার খেলায়। আমরা ভাবছিলাম, ও রকম কিছু হতে যাচ্ছে নাকি!’

অমন কিছু শেষ পর্যন্ত হয়নি, বাংলাদেশের রেকর্ড অবশ্য ভেঙেছে ঠিকই। লিটন ও রনির ওপেনিং জুটিতেই উঠেছে ৯১ রান, সেটিও মাত্র ৭.১ ওভারেই। এ সংস্করণে এর চেয়ে বেশি রানের ওপেনিং জুটি বাংলাদেশের আছে মাত্র দুটি। একসময় বেশ বড় হতে যাচ্ছে মনে হলেও লিটনের ইনিংস থামে ৪৭ রানে। অবশ্য এ ইনিংসে তিনি ব্যাটিং করেছেন ২০৪.৩৪ স্ট্রাইক রেটে। ৪টি চারের সঙ্গে তিনি মারেন ৩টি ছক্কা।

ড্রেসিংরুমে ফেরার পরই এমন ঝোড়ো ব্যাটিং নিয়ে লিটনকে জিজ্ঞাসা করেছিলেন তাসকিন, ‘লিটন আউট হয়ে আসার পর আমি বললাম, “কী রে, তুই কি কালকের ম্যাচ দেখে ও রকম পিটাচ্ছিলি (হাসি)?” (লিটন) বলে, “হ্যাঁ! ওরা পারলে আমরাও পারব।”’

ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজ থেকেই বেশ আগ্রাসী ব্যাটিং করছে বাংলাদেশ। ওপেনিংয়ে ফেরা রনি আজ পেয়েছেন ক্যারিয়ারের প্রথম ফিফটি, ৬৭ রান করতে খেলেছেন মাত্র ৩৮ বল। ৭টি চারের সঙ্গে ৩টি ছক্কা মারেন তিনিও। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন এই ব্যাটসম্যান।

সব মিলিয়ে বাংলাদেশের ব্যাটিং দারুণ উপভোগই করেছেন তাসকিন, ‘এটা খুব ইতিবাচক বিষয় এবং আমরাও খুব উপভোগ করছিলাম। মাশা আল্লাহ! এ রকম ব্র্যান্ডের ক্রিকেট খেলতে থাকলে অনেক ভালো কিছু হবে।’

সূত্র-প্রথমআলো।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM