বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১১ অপরাহ্ন
ছবি সংগ্রহীত।
রমজান মাস দ্রব্যমূলের বাজার নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করছে প্রশাসন। এরই অংশ হিসেবে শনিবার (২৫ মার্চ) দুপুরে চকরিয়া পৌরশহরের অভিযানে নামে উপজেলা প্রশাসন। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রট জেপি দেওয়ানের নেতৃত্বে চালানো অভিযানে বিভিন্ন দোকানিকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জেপি দেওয়ান বলেন, পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের বাজার মনিটরিংয়ে করছেন ভ্রাম্যমান আদালত। এসময় একাধিক মুদির দোকানে পন্য সামগ্রী বিক্রিতে মূল্য তালিকা না টাঙানো ও অতিরিক্ত মুল্য নেওয়ার অভিযোগ পাওয়া যায়। পাশাপাশি বেশকটি দোকানে মেয়াদোত্তীর্ণ মালামাল বিক্রির ঘটনাও উদঘাটন করা হয়।
তিনি আরও বলেন, বাজার মনিটরিং প্রথমদিনে পন্য বিক্রিতে অনিয়ম অসঙ্গতি ধরা পড়ায় বিভিন্ন দোকানীকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা সাধারণের মাঝে সরকার নিধারিত দামে পন্য সামগ্রী বিক্রি নিশ্চিত করতে পুরো রমজান মাসে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন