শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন
গিয়াস উদ্দিন, ঈদগাঁও
অপহরনের ৯ ঘন্টা পর ৩ বছরের এক শিশু উদ্ধার হয়েছে ঈদগাওয়ে। জড়িত সন্দেহে পুলিশ ২ জনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার ২৪ নভেম্বর এ ঘটনা ঘটেছে।এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সূত্রে প্রকাশ, কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের টেকপাড়া এলাকার সৌদি প্রবাসী বদরুজ্জামানের শিশু পুত্র ইসমাইল (৩) মঙ্গলবার দুপুর ১২ টায় (২৪ জানুয়ারী) ইউছুপেরখীল গ্রামে নানার বাড়ি হতে অপহরনের শিকার হয়। ঘন্টাখানেক পর একটি অজ্ঞাতনামা মোবাইল হতে অজ্ঞাতনামা ব্যক্তি ১২ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। তাৎক্ষনিক এ ব্যাপারে ঈদগাও পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ করা হলে পুলিশ বিভিন্নমূখী তৎপরতা চালায়। এদিকে পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ইউছুপেরখীল গ্রামের ইদ্রিসের পুত্র শাহজাহান ও আকরাম উল্লাহ নামক দু’জনকে আটক করেছে। একই দিন এশার নামাজের পর ঈদগাও মাইজপাড়া মসজিদের পার্শ্ব হতে অপহৃত শিশু ইসমাইলকে উদ্ধার করেছে পুলিশের আইসি মিনহাজ মাহমুদ । তিনি জানান, এর নেপথ্যে কারা জড়িত বা কোন রহস্য আছে কিনা তা জানার জন্য দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। উদ্ধার হওয়া শিশু তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নুর ছিদ্দিক জানান, অপহৃত শিশু তারই আত্মীয়। শিশুটিকে কারা এবং কিভাবে অপরহন করেছে তা বেশ চাঞ্চল্যকর। তার ধারনা হয়তো অপহরনকারী চক্র তাদের সুযোগ কাজে লাগাতে না পেরে মসজিদের পার্শ্বে ফেলে রেখে চলে যায়।
মন্তব্য করুন