বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৬ অপরাহ্ন
রবিবার ভোরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও আফ্রিকার দেশ মরক্কো। নিজেদের মাঠে দাপট দেখিয়েছে মরক্কো, সেলেসাওদের হারিয়ে দিয়েছে ২-১ গোলে।
ম্যাচের ২৯তম মিনিটে মরক্কোর হয়ে গোল করেন সোফিয়ান বুফাল। লিড ধরে রেখেই বিরতিতে যায় কাতার বিশ্বকাপের সেমিফাইনাল খেলা দলটি। দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে সমতা ফিরিয়ে আনে ব্রাজিল। গোল করেন অধিনায়ক কাসেমিরো। তবে কাসেমিরোর গোলের ১২ মিনিট পর ফের এগিয়ে যায় মরক্কো। আবদেলহামিদ সাবিরির করা গোলে স্বাগতিকদের লিড দাঁড়ায় ২-১ এ।
ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় হার নিয়েই মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে।
সূত্র-কালেরকণ্ঠ
মন্তব্য করুন