বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৬ অপরাহ্ন
ফাইল ছবি জ্যাকলিন ফার্নান্দেজ ও সুকেশ চন্দ্রশেখর।
২০০ কোটির আর্থিক প্রতারণার মামলায় কারাগারে রয়েছেন সুকেশ চন্দ্রশেখর। তবে কারাগারে বসেই প্রেমের এক মহাকাব্য রচনা করে যাচ্ছেন তিনি। এর আগে মামলায় তার কথিত প্রেমিকা জ্যাকলিন ফার্নান্দেজের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন সুকেশ। স্পষ্ট জানিয়ে দেন, জ্যাকলিন নির্দোষ। এরপর কারাগারে বসেই অভিনেত্রীকে প্রেমের চিঠি পাঠান। এবার নিজের জন্মদিনে বলিউড অভিনেত্রীর জন্য একটি বিশেষ চিঠি লিখলেন এই কনম্যান। তার জন্মদিনে জ্যাকলিনকে খুব মিস করছেন বলে জানিয়েছেন তিনি।
সুকেশ তার চিঠিতে লেখেন, “আমার বুম্মা, আমার জন্মদিনে তোমাকে অনেক মিস করি। আমি আমার চারপাশে তোমার উপস্থিতি মিস করি । আমার কিছু বলার নেই, তবে আমি জানি আমার প্রতি তোমার ভালোবাসা কখনই শেষ হবে না। আমার সব কিছুতেই শুধু তুমি। তোমার সুন্দর হৃদয়ে কি আছে আমি জানি। এটাই আমার কাছে যথেষ্ট প্রিয়।’
জ্যাকলিনের ভালোবাসাকে সেরা উপহার উল্লেখ করে সুকেশ আরো লেখেন, “তুমি জানো আমি তোমার পাশে আছি, যাই হোক না কেন। তোমাকে অনেক ভালোবাসি। আমাকে হৃদয় দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।”
নিজের কাছের মানুষদের ধন্যবাদ জানিয়ে সুকেশ লেখেন, ‘আমার জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য আমার সব সমর্থক এবং বন্ধুদের ধন্যবাদ জানাই। আমি শত শত চিঠি ও শুভেচ্ছা পেয়ে নিজেকে ধন্য মনে করছি এবং আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।’
কিছুদিন আগে ‘হোলি’ উৎসবে জ্যাকলিনের জন্য একটি হাতে লেখা চিঠি পাঠিয়েছিলেন সুকেশ। সেখানে তিনি লিখেছেন, “আমার সবচেয়ে ভালোবাসার, মজার এবং সুন্দর মানুষ জ্যাকলিনকে হোলির শুভেচ্ছা জানাই। এই পবিত্র দিনে তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, যে রঙগুলো বিবর্ণ বা অদৃশ্য হয়ে গেছে সেগুলো ১০০ গুণ হিসাব করে তোমার কাছে ফিরিয়ে আনবো। আমি তোমার জন্য সব সীমা অতিক্রম করব। আমি তোমাকে অনেক ভালোবাসি।”
সুকেশের সাথে জড়িত থাকার অভিযোগে ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় জ্যাকলিনকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযুক্ত সুকেশ অভিনেত্রীকে দামি উপহার দিয়েছিলেন, এমনটাই অভিযোগ ইডির। অন্যদিকে জ্যাকলিনের আইনজীবী দাবি করেছেন যে অভিনেত্রী বিতর্কের শিকার। সুকেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে জ্যাকলিন কোনো মন্তব্য করেননি। এখন জেলে রয়েছেন সুকেশ চন্দ্রশেখর।
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া, কালেরকণ্ঠ
মন্তব্য করুন