বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৭:৪৫ পূর্বাহ্ন
রামু প্রতিনিধি
রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের কৃতি সন্তান জোয়ারিয়ানালা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনের প্রথম কাব্যগ্রম্হ “হৃদয়”এর পাঠ উন্মোচন ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার, ১৯ মার্চ বিকাল ৩ টায় ঈদগড় এএমবি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদের উদ্যোগে সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক মৌলনা আবুল হোছাইন আনচারী সভাপতিত্বে সংসদের কার্যালয়ে এক অনাড়ম্বর পরিবেশে পবিত্র কুরআন তেলওয়াত মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ঈদগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঙ্গালী। এতে সারগর্ভ আলোচনা করেন সংবর্ধিত কবি ঈদগড়ের কৃতি সন্তান জোয়ারিয়ানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি আমজাদ হোসেন।
এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্বো সিরাজুল হক রেজা, রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের সিনিয়র শিক্ষক সাইফুল্লাহ সাঈফ, রামু ল্যাবরেটরী হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মাহবুবুল আলম, আমরা’৯৩ এর এডমি জাহেদ হাসান , ঈদগড় এএমবি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি নুরুল আবছার ও ইব্রাহীম খলীল প্রমুখ। ঈদগড়ের কৃতি সন্তান আমজাদ হোসেনের লেখা কাব্যগ্রম্হ “হৃদয়”থেকে কবিতা পাঠ করে শোনান কবির সহধর্মিনী শিক্ষিকা কোহিনূর আমজাদ।
অনুষ্ঠানে কবি আমজাদ হোসেন কে সম্মাননা স্মারক প্রদান করেন ঈদগড় প্রাক্তন ছাত্র সংসদ পরিবার এর উপদেষ্টা শাহাব উদ্দিন, ছৈয়দ করিম, ফোরকান আহম্মদ সভাপতি নুরুল আবছার , সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাবলু।
উল্লেখ্য কবি আমজাদ হোসেন এতদাঞ্চলের চারণ কবি। লোকগবেষক হিসাবে তার পরিচিতি অনেক পুর্ব থেকে। ছোট ছোট ছড়া দিয়ে যার সাহিত্যে চর্চা শুরু। শিক্ষকতা পেশার পাশাপাশি তিনি সাহিত্য চর্চা করে যাচ্ছেন।
সভায় আলোচকরা কাব্যগণ্হ “হৃদয়” প্রকাশনাকে স্বাগত জানিয়ে বলেন, সাহিত্যাঙ্গনে মাতৃভাষার বিশুদ্ধ চর্চা ও সুস্থ সংস্কৃতির বিকাশে আমজাদ হোসেনের লেখা এ কাব্যগ্রন্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন