বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৬ অপরাহ্ন

উখিয়ায় ১ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা আটক

উখিয়ায় ১ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা আটক

অনলাইন বিজ্ঞাপন

কক্সবাজারের উখিয়ায় এক লাখ ইয়াবাসহ আলী জোহর (৩৪) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব। শুক্রবার (২৪ মার্চ) বিকেলে কুতুপালং ক্যাম্পে এ ঘটনা ঘটে।

শনিবার (২৫ মার্চ) সকাল ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক সামশুল আলম খান।

আটক আলী জোহর ক্যাম্প-১ ডব্লিউ, ব্লক/ই-৭ এর নুর সালামের ছেলে।

সহকারী পরিচালক সামশুল আলম খান জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্পের বাজারে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তাকে তল্লাশি করে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ব্যাপারে উদ্ধারকৃত মাদক ও আটক ব্যক্তির ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রককিয়াধীন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM