রবিবার, ২৮ মে ২০২৩, ০৯:৫০ পূর্বাহ্ন
কক্সবাজার শহরের ইনডোর স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। পুলিশের দাবি জাহাঙ্গীর নিজেকে ডিবি পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। প্রতারণার শিকার এক যুবকের অভিযোগের ভিত্তিতে গতকাল রবিবার (২০মার্চ) তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটক জাহাঙ্গীর মধ্যম টেকপাড়া মসজিদ রোড়স্থ আব্দুর রহিমের ভাড়াটিয়া আলতাফ হোসেনের ছেলে।
পুলিশের দেয়া এক বিজ্ঞপ্তিতে জানা যায়, কক্সবাজার আদালতে মামলার হাজিরা দিতে আসা রহমত আলী (৩২) নামে এক ব্যক্তির কাছ থেকে ডিবি পরিচয়ে ১৯ মার্চ দুপুর পৌনে একটার দিকে অজ্ঞাতনামা আরো কয়েকজন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ১৮ হাজার টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় রহমত আলী কক্সবাজার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে প্রতারক জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়।
মন্তব্য করুন