মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৯:২৯ অপরাহ্ন

সাড়ে তিনলাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে স্কুলছাত্রসহ ৭ জন

সাড়ে তিনলাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে স্কুলছাত্রসহ ৭ জন

অনলাইন বিজ্ঞাপন

ফাইল ছবি।

 

 

।।টেকনাফ প্রতিনিধি।।

 

সাড়ে তিন লাখ টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন কক্সবাজারের টেকনাফ বাহারছড়া থেকে অপহৃত কলেজ ছাত্রসহ ৭জন।

শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে তাদের ছেড়ে দেয় অপহরণকারীরা। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাঁদের উদ্ধার করে পুলিশ।

মুক্তিপণে ফিরে আসা ভিকটিমরা হলেন,কলেজশিক্ষার্থী গিয়াস উদ্দিন (১৭), রশিদ আলম (২৬), জানে আলম, (৪৫),জাফর আলম (৪০),জাফরুলইসলাম (৩০),ফজল করিম (৩০) ও আরিফ উল্লাহ (৩০) ।

 

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় মেম্বার রফিকুল ইসলাম।

এরা সকলেই বাহারছড়া ইউপির পূর্ব মাঠ পাড়া এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে স্থানীয় পাহাড়ে পানের বরজের জন্য কঞ্চি কাটতে গেলে সেখান থেকে তাঁদের অপহরণ করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ও স্থানীয় জনতা পাহাড়ে অভিযানে যায়। পুলিশ ও জনতা গতকাল সারাদিন পাহাড়ে অভিযান চালিয়েও অপহৃতদের উদ্ধার করতে পারেনি।

এ অবস্থায় সাড়ে তিন লাখ টাকা দিয়ে শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে মুক্তিপণ পায় তারা।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, সাড়ে তিন লাখ টাকা মুক্তিপণ দেয়ার পরে তাঁদের ছেড়ে দিয়েছে। তাদের প্রচুর মারধর করেছে। ভালে করে হাটতেও পারছে না।

 

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) মশিউর রহমানের সরকারি মোবাইল নাম্বারে কয়েকবার কল দিলেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

জানতে চাইলে টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিম ফোনে কথা না বলে থানায় যেতে বলেন।

এরআগে গেল বছরের ১৮ ডিসেম্বর টেকনাফের বাহারছড়া ইউনিয়নের একই এলাকার একটি পাহাড়ের ভেতরে খালে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার হন আট জন। পরে তাঁরা ৬ লক্ষাধিক টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছেন।

 

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা টেকনাফের পাহাড়ি সন্ত্রাসীদের অপহরণ করে মুক্তিপণ বাণিজ্য প্রতিরোধে প্রশাসনের কাছে জোর দাবি জানান স্থানীয় সচেতন মহল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM