মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৮:০৮ অপরাহ্ন
মহেশখালী প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় রোজিনা আক্তার (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছে।
১৭ মার্চ শুক্রবার সকাল ১১ টায় বড় ডেইল রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ হোয়ানক ইউনিয়নের পানিরছড়া গ্রামের মোহাম্মদ ছৈয়দের স্ত্রী এবং ৩ সন্তানের জননী।
বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি দ্রুত গতির বাস বিপরীত দিক থেকে আসা একটি টমটমকে চাপা দেয়ার চেষ্টা করলে টমটম চালক গাড়িটি পাশে চাপিয়ে দেয়। তখন টমটমে থাকা রোজিনা আকতার তার কোলের শিশুটিকে বাঁচাতে গিয়ে টমটম থেকে রাস্তায় লাফিয়ে পড়ে। সেসময় দ্রুত গতির ওই বাসটি মহিলাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার শিশুটি আহত হলেও প্রাণে রক্ষা পেয়েছে। শিশুটি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।
মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী জানান সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মহেশখালী সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এখনো পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন