বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন
আলোকিত কক্সবাজার ডেক্স
শ্বাসরুদ্ধকর ম্যাচ দিয়ে শুরু হলো বিপিএল সিজন থ্রি। উদ্বোধনী ম্যাচে মিজবাহ উল হক ও থিসারা পেরারার নৈপূণ্যে অসাধারণ জয় পেয়েছে রংপুর রাইডার্স। তারা দুই উইকেটে হারিয়েছে চিটাগং ভাইকিংসকে।
ভাইকিংসের দেওয়া ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই মারকুটে সূচনা রংপুর রাইডার্সের। ওপেনার সৌম্য সরকার ৯ বলে তিনটি চার ও একটি ছয়ে ২০ রান করে জানান দিচ্ছেলেন বড় ইনিংসের। কিন্তু ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে তাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন পাঁচ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা মোহাম্মদ আমির। এর আগের বলেই তামিমের কাছে ক্যাচ বানিয়ে অপর ওপেনার সিমেন্সকে সাজঘরে ফেরান আমির।
পরের দুই ওভারে তাসকিন ও শফিউল তুলে নেন যথাক্রমে মোহাম্মদ মিথুন ও সাকিব আল হাসানকে। ২৩ রানে চার উইকেট হারিয়েও মিজবাহ উল হক ও থিসারা পেরেরা ৮০ রানের জুটি রংপুরকে জয়ের স্বপ্ন দেখায়। দলকে খাদের কিনারা থেকে তুলে ধরেন আল আমিন, মিজবাহ ও থিসারা পেরারা।মিজবাহ ৩৯ বলে চারটি ছয় আর তিনটি চারে ৬১ আর থিসারা পেরেরার ১৭ বলে চারটি চার ও তিনটি ছয়ে ৪৩ রান দলকে জয়ের দাড়প্রান্তে নিয়ে যায়। শেষদিকে ড্যারেন স্যামির ১৮ রান দলকে জয় নিশ্চিত করায়। এর আগে ২৮ বলে ৩৮ রান করে জয়ে অবদান রাখে আল আমিন। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন মিজবাহ।
চিটাগং ভাইকিংসের পক্ষে চারটি উইকেট নেন মোহাম্মদ আমির। এরআগে টস জিতে প্রথম ব্যাট করে ৭ উইকেটে ১৮৭ রান করে ভাইকিংস।
ইনিংসের শুরুতেই থেকেই দারুণ ব্যাট করে চিটাগং ভাইকিংস। অধিনায়ক তামিম ইকবালের হাফসেঞ্চুরি ও তিলেকারত্মে দিলশানের ১৬ বলে ২৯ রানের ঝড়ে মাত্র দুই উইকেট হারিয়ে একশ’ রানের বেশি করেছে তারা। ওপেনিংয়ে ৫২ রানের জুটি গড়ে প্রথম আউট হন দিলশান। লঙ্কান তারকা সাজঘরে ফিরলেও ব্যাট চালাতে থাকেন তামিম। ৩২ বলে ছয়টি চার ও এক ছক্কায় ৫১ রান করে সাকলাইন সজীবে বলে মিসবাহ-উল হকের হাতে ধরা পড়েন তিনি।
তামিম ফেরার পরই ছন্দ হারায় ভাইকিংস। ১১৭/১ থেকে ১১৯/৪ হয়ে যায়। ৩৬ রান করে এনামুল হক বিজয় আউট হওয়ার পরই ফিরে যান জিয়াউর রহমান। মাত্র ২ রান করেন জিয়া। ভালো করতে পারেননি ফর্মে থাকা জিম্বাবুয়ান অধিনায়ক এলটন চিগুম্বরাও। হিসেবে খাতা খোলার পরই সাকিব আল হাসানের হাতে ধরা পরে জায়েদের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি।
তবে শেষ দিকে জীবন মেন্ডিসের ১৮ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস চ্যালেঞ্জিং স্কোর এনে দেয় ভাইকিংসকে। রংপুরের হয়ে সাকলাইন সজীব ৩টি ও আবু জায়েদ ২টি উইকেট নেন।
মন্তব্য করুন