বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন

পেকুয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

পেকুয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

অনলাইন বিজ্ঞাপন

 

পেকুয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের পেকুয়ার শিলখালীতে সংরক্ষিত বনভূমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে বনবিভাগ।
রোববার (১২ মার্চ) সকালে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা মোঃ হাবিবুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বনবিভাগ জানায়, উপজেলার বারবাকিয়া রেঞ্জের আওতাধীন শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়ার সেগুনবাগান এলাকার শিলখালী মৌজার আরএস নং- ১৭৭১ দাগের বন বিভাগের মালিকানাধীন সংরক্ষিত বনভূমিতে সম্প্রতি একটি অবৈধ পাকা ঘরের স্থাপনা নির্মাণ করে আব্দুল করিমের ছেলে মো: জাকের হোসেন। বিষয়টি রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হকের দৃষ্টি গোচর হলে বারবাকিয়া বনবিট কর্মকর্তা আমীর হোসেন গজনবী ও সুফল কমিটির সদস্যদের সহযোগিতায় এ অভিযান চালিয়ে তা উচ্ছেদ করা হয়।

এ ব্যাপারে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে বনবিভাগের সংরক্ষিত ভূমি উদ্ধার করা হয়েছে। এসময় একটি অবৈধ স্থাপনা (ঘর) গুড়িয়ে দেয়া হয়েছে। জবর দখলকারীর বিরুদ্ধে বন আইনে মামলা দেয়া হবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM