মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৮:৪০ অপরাহ্ন

কোরআন এর শিক্ষা

কোরআন এর শিক্ষা

অনলাইন বিজ্ঞাপন

ফাইল ছবি।

 

 

আয়াতের অর্থ : ‘হে মানুষ, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত কোরো, যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা আল্লাহভীরু হতে পারো। যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা ও আকাশকে ছাদ করেছেন। তিনি আকাশ থেকে পানি বর্ষণ করে তা দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন। সুতরাং তোমরা জেনে-শুনে কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করিয়ো না।’ (সুরা বাকারা, আয়াত : ২১-২২)

আয়াত দুটিতে আল্লাহ মানুষকে তাঁর শিরকমুক্ত ইবাদতের আহ্বান জানিয়েছেন এবং তার সপক্ষে জীবনঘনিষ্ঠ যুক্তিও দিয়েছেন। (ইবনে কাসির : ১/৩৩৬)

শিক্ষা ও বিধান

১. আল্লাহর ইবাদত করা ফরজ এবং ঈমান-ইবাদতে তাঁর সঙ্গে শরিক করা হারাম।

২. গুণাবলিসহ আল্লাহর পরিচয় লাভ করা ওয়াজিব। (বুরহানুল কোরআন : ১/৪৩)

৩. আল্লাহ সমগ্র মানবজাতিকে তাঁর ইবাদতের আহ্বান জানিয়েছেন। কেননা পৃথিবীর কেউ তাঁর অনুগ্রহ, দয়া ও রাজত্বের বাইরে নয়। (তাফসিরে মুয়াসসার : ১/৪)

৪. আয়াতে ‘যিনি তোমাদের সৃষ্টি করেছেন’ বাক্য আনার কারণ হলো, আরবের মুশরিকরাও আল্লাহকে স্রষ্টা হিসেবে বিশ্বাস করত। যদিও তারা শিরক করত।

৫. জমিনকে ছাদ ও আসমানকে বিছানা করার দ্বারা পৃথিবীকে মানুষের বাস উপযোগী করা উদ্দেশ্য। আল্লাহ চাইলে পৃথিবীকে অন্য গ্রহের মতো অক্সিজেন ও পানিশূন্য করতে পারবেন। (আল-জামিউ লি-আহকামিল কোরআন : ১/৩৪১ ও ৩৪৫)

সূত্র-কালেরকণ্ঠ


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM