বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২০ অপরাহ্ন

সফল অস্ত্রোপচার নেইমারের পায়ে

সফল অস্ত্রোপচার নেইমারের পায়ে

অনলাইন বিজ্ঞাপন

ফাইল ছবি।

 

নেইমারের ডান পায়ের গোড়ালির অস্ত্রোপচার হয়েছে আজ (শুক্রবার) সকালে। পিএসজির অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, ব্রাজিলিয়ান সুপারস্টারের অস্ত্রোপচার সফল হয়েছে, আপাতত তিনি বিশ্রামে আছেন।

দোহার এসপেতার হাসপাতালে পিটার ডি’হগে, জেমস কেলডার এবং ডা. রদ্রিগো লাসমারের তত্ত্বাবধানে হয়েছে এই অস্ত্রোপচার। এখন তাকে বিশ্রামে থেকে নিয়মের মধ্য দিয়ে যেতে হবে।

ইনজুরি আর নেইমার যেন সমার্থক শব্দ। সর্বশেষ চোটে পড়েছেন গত ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানে লিলের বিপক্ষে খেলতে গিয়ে। ওই ম্যাচে প্রতিপক্ষের এক ট্যাকেলে গোড়ালি মচকে যায় নেইমারের।

ওই ম্যাচে পিএসজি ৪-৩ ব্যবধানে জেতে। গোড়ালি যেভাবে বাঁকা হয়ে যেতে দেখা গেছে, তখনই বোঝা যাচ্ছিল, নেইমারের চোট বেশ গুরুতর।

এরপর ক্লাব পিএসজির পক্ষ থেকে জানানো হয়, চোটের জন্য নেইমারের অস্ত্রোপচারই করানো লাগবে। ফলে আগামী ৩ থেকে ৪ মাস মাঠে নামতে পারবেন না তারকা এই ফরোয়ার্ড।

সূত্র-জাগোনিউজ


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM