বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৮ অপরাহ্ন
।।সংবাদ বিজ্ঞপ্তি।।
কক্সবাজারকে পরিপাটি করে গড়ে তুলতে যাত্রা শুরু করেছে ‘সাইন বাংলাদেশ ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন গড়ে তুলেছেন। ১০ই মার্চ বিকাল ৪টায় কক্সবাজারের একটি হোটেলে সংগঠনটির যাত্রা শুরু হয়।
কার্যকরী কমিটির সভাপতি মিনহাজুর রহমান জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে ফাউন্ডেশনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে খন্ডকালীন সহকারী গবেষক ইফ্ফাত হক সানাম।
বক্তব্য রাখেন, ইফ্ফাত হক সানামের নানু আঞ্জুমান আক্তার, বাবা জাহেদুল হক খোকন, মা সায়েরা শারমিন বানু সোমা, মামা আব্দুল্লাহ আল মাসুদ, সংগঠনের কো চেয়ারম্যান রুমানা শারমিন বানু, পরিচালক (আইন) এডভোকেট মোহাম্মদ জাহেদ নেওয়াজ, উপদেষ্ঠা যথাক্রমে দীপক শর্মা দিপু, শামীম আকতার ও আসমাউল হুসনা শান্তা, পরিচালক (প্রোগ্রাম) আলীফা কাসেম, পরিচালক (যোগাযোগ) জাকিয়া জেবিন। এই সময় ফাউন্ডেশনের সদস্যরা তাদের মতামত ব্যক্ত করেন।
মন্তব্য করুন