বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৯ অপরাহ্ন

ইয়াবা ব্যবসায়ী, চাঁদাবাজ দখলবাজরা যুবলীগে স্থান পাবেনা-ব্যারিস্টার নাঈম

ইয়াবা ব্যবসায়ী, চাঁদাবাজ দখলবাজরা যুবলীগে স্থান পাবেনা-ব্যারিস্টার নাঈম

অনলাইন বিজ্ঞাপন

ছবি-কক্সবাজার পৌর যুবলীগের সম্মেলনে বক্তব্য রাখছেন ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।

 

 

বিশেষ প্রতিবেদক:

আমরা এখন ত্যাগের নয়, ভোগের রাজনীতি করি- উল্লেখ করে আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম বলেছেন, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, ইয়াবাখোর, দখলবাজ কাউকে যুবলীগে স্থান দেয়া হবে না। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে যুবলীগ গঠন করেছিলেন। ঐক্যবদ্ধ হলে এক যুবলীগ দিয়েই বিএনপি- জামায়াতের নৈরাজ্য মোকাবেলা করা সম্ভব।

দীর্ঘ ১৫ বছর পর বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে কক্সবাজার পৌর যুবলীগের সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে সম্মানিত অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেছেন।

যুবলীগ কর্মীদের উদ্দেশ্যে ফজলে নাঈম বলেন, ব্যানার পেস্টুনের বিষয়ে আপনাদের নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু কেউ নির্দেশনা মানেন নি। নেতাদের নির্দেশ মানতে না পারলে যুবলীগ করার দরকার কি? যুবলীগ আগের মতো চলবে না।

সম্মেলন স্থল থেকে কর্মী চলে যাওয়ার প্রসঙ্গ টেনে যুবলীগের এ নেতা বলেন, আমি লক্ষ্য করেছি আপনারা মিছিল নিয়ে আসার একটুপর কর্মীরা বের হয়ে যাচ্ছে। আপনারা কি মিছিলে যুবলীগ কর্মী নিয়ে এসেছেন, নাকি মিছিল বড় করছেন? আগামীতে এগুলো বরদাস্ত করা হবে না।

যুবলীগ কর্মীদের সমালোচন করে নাঈম বলেন, আপনাদের কাছে প্রশ্ন- আমরা সবাই মুজিব সৈনিক। আমরা কি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করি? আমরা এখন ভোগের রাজনীতি করি, ত্যাগের রাজনীতি করি না। অথচ বঙ্গবন্ধু আমাদের জন্য সোনার বাংলা গড়তে যুবলীগ গঠন করেছিলেন।

যুবলীগ নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ব্যবসা করবেন ভাল কথা কিন্তু ব্যবসা করতে গিয়ে সংগঠনের ক্ষতি করবেন তা কোনভাবে মেনে নেয়া হবে না।

নেতৃত্বের প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, সমস্যা নেই। তা হতে হবে সুস্থ প্রতিযোগিতা। আমিত্ব ছেড়ে সবাইকে নিয়ে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ হলে এক যুবলীগ দিয়েই বিএনপি জামায়াতের নৈরাজ্য মোকাবেলা করা যাবে, আওয়ামী লীগ অনেক পরের বিষয়।

আসন্ন নির্বাচনের প্রসঙ্গ টেনে যুবলীগের এ নেতা বলেন, মাত্র ৮ মাস পরে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। এই আট মাস ঘরে যাওয়া যাবে না। বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ড রুখে দিতে যুবলীগ কর্মীদের রাস্তায় থাকতে হবে। কি পেলাম কি পেলাম না- তা ভুলে যেতে হবে।

কক্সবাজার পাবলিক লাইব্রেরি শহীদ দৌলত ময়দানে পৌর যুবলীগের আহবায়ক শোয়েব ইফতেখারের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জল কর প্রমূখ।

এরআগে সম্মেলনের উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহদুর। প্রধান বক্তার বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল।

সম্মেলনে সভাপতি পদে ৫ জন এবং সাধারণ সম্পাদক পদে ১৯ জন প্রার্থী হয়েছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM